Connect with us
ফুটবল

আর্জেন্টিনাকে আরেকবার বিশ্বকাপ জেতাতে চান মার্তিনেজ

Emiliano Martinez with world cup

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারের নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর বৈশ্বিক এই শিরোপা জয়ের পথে বিশেষ ভূমিকা রেখেছিলেন বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আরও একবার আলবিসিলিস্তেদের বিশ্বকাপ জেতানোর আশা প্রকাশ করলেন তিনি।

গতকাল ১৮ ডিসেম্বর ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বার্ষিকী। এর আগে ২০২২ সালের এই দিনে মেসি-মার্তিনেজরা মেতেছিলেন শিরোপা জয়ের উৎসবে। এএফএ স্তুদিও নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মার্তিনেজ স্মৃতিচারণ করেছেন দুবছর আগের। যেখানে এক পর্যায়ে ওঠে মার্তিনেজের অবসর প্রসঙ্গ।

আর কত দিন খেলা চালিয়ে যেতে চান এমিলিয়ানো মার্তিনেজ, এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে অবসর নিতে চান তিনি। অনেকটা মজার ছলে এই কথা বললেও তিনি জানান আসলেই অবসর নেবেন যদি পরেরবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জিতে পারেন।

আরও পড়ুন:

» প্রাক্তন দলকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের প্রধান কোচ

» ভারতের কাছে হেরে ফাইনালের পথ কঠিন করল বাংলাদেশ

ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে আর্জেন্টাইন তারকা গোলরক্ষক বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুইবার বিশ্বকাপ শিরোপা জিতেছে? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতি, তাহলে আমি অবসরে যাব নিশ্চিত। প্রতিজ্ঞা করছি আমি। আপনাদের আজ বলে দিচ্ছি। সেই বিশ্বকাপের পরই অবসর নেব আমি।’

অবশ্য এর আগেও বিশ্বকাপের টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে দলগুলোর। সেখানে এই কীর্তি করতে পেরেছে কেবল ইতালি ও ব্রাজিল। ইতালি ১৯৩৪, ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আসন্ন ২০২৬ সালের বিশ্ব আসরে যদি আর্জেন্টিনা জিততে পারে তবে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জিতবে তারা।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল