ইতালিয়ান সিরি ‘এ’ লিগে ক্যালিয়ারির বিপক্ষে গোল করে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেছেন লাউতারো মার্টিনেজ।
সোমবার রাতের ওই ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। সোমবার রাতে ক্যালিয়ারির ঘরের মাঠ ইউনিপোল ডোমাস স্টেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটে মার্কোস থুরামের অ্যাসিস্টে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ডাচ রাইট ব্যাক ডামফ্রিজ। এরপর ম্যাচের ৩০তম মিনিটে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন মার্টিনেজ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার।
বিরতির পর একের পর এক আক্রমণ করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে আর গোলের দেখা পায়নি ইন্টার মিলান। ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।
এই জয়ের ফলে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এসি মিলান।
এদিকে, ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ইতালিয়ান লিগ সিরি ‘এ’-তে খেলেছেন একসময়। ইতালিয়ান লিগটিতে দুজনেরই গোলসংখ্যা ছিলো সমান ৮১টি করে।
আর আর্জেন্টাইন তারকা মার্টিনেজের গোলসংখ্যা এখন ৮২টি! গতকাল ম্যাচের দ্বিতীয় গোলের মাধ্যমেই এই দুই মহা তারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ।
আরও পড়ুন : পাকিস্তানে যা যা থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ