প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিতে বাঁচা-মরার লড়াইয়ে গত রাতে (রবিবার) চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে সেলেসাও যুবাদের ১-০ গোলে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির উত্তরসূরীরা।
আর্জেন্টিনার যুব দলের জয়ের পর তাদের অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। গুঞ্জন আছে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করবেন মেসি। যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি এই তারকা। তবে গুঞ্জনে সায় দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন তার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। যিনি বর্তমানে আর্জেন্টিনা যুবদলের কোচ।
মাশ্চেরানো বলেন, ‘মেসির সঙ্গে আমার বন্ধুত্ব অনেক ভালো। আমাদের দলের দরজা তার জন্য সবসময় খোলা রয়েছে। তবে এটা তার ওপর নির্ভর করছে।’
মেসি অলিম্পিক দলে যোগ দিলে মাশ্চেরানো অনেকে খুশি হবেন বলে জানিয়েছেন, ‘মেসি আমাদের অভিনন্দন জানিয়েছে তাতে আমরা অনেক খুশি হয়েছি। সে জাতীয় দলের পাশাপাশি যুব দলের দিকেও নজর রাখে। প্যারিসে আমাদের সাথে যোগ দিলে আমরা অনেক খুশি হবো।’
২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতেছিলেন মেসি। মাশ্চেরানোও ছিলেন সেই দলে। ১৬ বছর পর কোচ ও খেলোয়াড়ের ভূমিকায় আবারো একসাথে যেখা যেতে পারে এই দুই তারকাকে।
আরও পড়ুন: পারলো না ব্রাজিল, প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এমটি