Connect with us
ক্রিকেট

অবশেষে বাংলাদেশ দলকে শুভ কামনা জানালেন মাশরাফি

Mashrafe
অবশেষে বাংলাদেশ দলকে শুভ কামনা জানালেন মাশরাফি

কিছুক্ষণ পরই শুরু হবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আট দলের এই টুর্নামেন্টে আছে বাংলাদেশও। স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে আসরের উদ্বোধন হবে। আর আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগেই টাইগারদের শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই শুভ কামনা জানান ম্যাশ। সেখানে তিনি লেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা!

পরে ওই লেখায় আরও যুক্ত করেন, সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়…। ওই পোস্টের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বাংলাদেশ দলের একটি ছবিও রাখেন।


আরও পড়ুন:

» ভারতের চার দশকের বিশ্বরেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

» চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় কঠোর অবস্থানে পাকিস্তান


মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছে টাইগাররা। ৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে সফল আসর ছিল ২০১৭ সালে। সেবার মাশরাফির নেতৃত্বে নিউজিল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক এক জয়ে সেমিফাইনাল খেলেছিল মাশরাফিবাহিনী।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট