ক্রিকেটা যেন একমাত্র আবেগ ও ভালোবাসার নাম। ছেড়ে নাহি দিবো হায়, তবু ছেড়ে দিতে হয়, তবু চলে যায়- না, তিনি ছেড়ে দিয়েছেন কিন্তু চলে যাননি। যেখানেই থাকুন, সেভাবেই থাকুন খোঁজ রেখেছেন দেশের ক্রিকেটের। জয়ে পেয়েছেন আনন্দ, পরাজয়ে বিষাদ। হতাশ হওয়া দল যেন তাকে পেলেই শক্তি পায়, পায় হারানো উদ্দীপনা। হ্যাঁ, এতোক্ষণ বলছি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা।
২২ গজকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। আর কখনোই লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন না তিনি। তবুও তার হৃদয়ের মধ্যে সব সময় গেঁথে থাকে বাংলাদেশের ক্রিকেট। তাইতো বাংলাদেশ ক্রিকেট দলকে আসন্ন বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝাঁলিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই লক্ষ্যে বুধবার (১৫মে) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে টাইগাররা।
দেশ ছাড়ার পূর্বে গতকাল হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশের আসন্ন বিশ্বকাপ স্কোয়াড। এছাড়াও এই ফটোসেশনে অংশগ্রহণ করে নাজমুল হাসান পাপনসহ বাংলাদেশ ক্রিকেটের কোচিং স্টাফ, বিসিবি অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলকে শুভকামনা জানিয়ে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মশরাফি বলেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। “Go and kill it champs” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’
আগামী ৮ জুন বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চিরচেনা শ্রীলঙ্কা। এরপর ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এইচআই/এজে