ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির আজীবন সদস্য পদ পেয়েছেন বাংলাদেশের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার ৫ এপ্রিল আটটি টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৯ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করেছে এমসিসি।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির আজীবন সদস্য হয়েছেন টাইগারদের সাবেক এই কাপ্তান।
এর আগে সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরী সম্মানসূচক আজীবন সদস্য হয়েছিলেন।
১৯ জনের এই তালিকায় রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিং-সুরেশ রায়না-মিতালি রাজ-ঝুলন গোস্বামী। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ডের অইন মরগ্যান-কেভিন পিটারসেন-লরা মার্শ। নিউজিল্যান্ডের রস টেইলর। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
আরও পড়ুন: আইপিএল শেষ উইলিয়ামসনের তবু পাচ্ছেন ২ কোটি রুপি!
ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসি বেশ কিছু কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম-কানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ করে থাকে।
ক্রিফোস্পোর্টস/০৫এপ্রিল২৩/এসএ