Connect with us
ক্রিকেট

শান্তর অধিনায়কত্বের প্রশংসা করলেন মাশরাফি

Mashrafe praised Shanto's captaincy
নিউজিল্যান্ডের মাটিতে শান্তর নেতৃত্বেই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় পেয়েছে টাইগাররা। ছবি- সংগৃহীত

২০২২ সালে ইতিহাসে প্রথম বারের মত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। আর ওয়ানডেতেও জয় তুলে নিয়েছে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই। তাসমান পাড়ের দেশটিতে এত দিন ধরে ২০ ওভারের সংস্করণেই জয়টা অধরা ছিল। আজ সেই আক্ষেপই ঘুচালো নাজমুল হোসেন শান্তর দল।

কিউইদের মাটিতে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এছাড়া শান্তর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে মাশরাফি বলেন, ‘বাংলাদেশ জিতেছে আলহামদুলিল্লাহ, খেলা তো তেমন দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটা আরেকটা ভালো লাগার সংবাদ।’

চলতি মাসেই শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মাটিতে শান্তর নেতৃত্বেই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় পেয়েছে টাইগাররা।

মাশরাফির শান্তর অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘অবশ্যই ও (শান্ত) একজন দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকেও বুঝতে পারে। যেহেতু সবকিছু বুঝে ফেলছে, সে দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।’

আজ (বুধবার) নিউজিল্যান্ডের ম্যাকলিন পার্কে শুরুতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ শুরু থেকেই কোণঠাসায় পড়ে যায় কিউইরা। শেষমেশ অলরাউন্ডার জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ২৬ রানে ৩ উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে লাল সবুজ বাহিনী।

আরও পড়ুন: প্রথম ইনিংস শেষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম: শান্ত 

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট