সদ্য সমাপ্ত হওয়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে তার নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি সিলেট। পাশাপাশি বল হাতেও ব্যর্থ ছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। পরবর্তীতে আসরের বাকী অংশে আর খেলা হয়নি তার।
বিপিএলে ব্যর্থ হলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণভাবে কামব্যাক করেছেন মাশরাফি। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে মাশরাফির লিজেন্ড অব রূপগঞ্জ। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাশরাফি-হালিমদের বোলিং তোপে ১৩৬ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন আনিসুল।
রুপগঞ্জের হয়ে ৮ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় ৫টি উইকেট শিকার করেছেন মাশরাফি। এটি তার লিস্ট এ ক্যারিয়ারের ৮ম ৫ উইকেট শিকার। এছাড়া ২টি উইকেট শিকার করেছেন আব্দুল হালিম।
গাজী গ্রুপের দেওয়া ১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রিজওয়ানের ৪৭, তোফিক খানের ৩৬ ও শামিমের অপরাজিত ২৬ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রূপগঞ্জ।
দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন মাশরাফি।
আরও পড়ুন: ব্যাটিং দুর্বলতায় বড় হার সঙ্গী হলো বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমটি