Connect with us
ক্রিকেট

পা ঠিক থাকলে আগামী বিপিএলেও খেলতে চান মাশরাফি

Mashrafe post match briefing: sylhet strikers
ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে মাশরাফি বিন মোর্ত্তজা। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে এসেও যেন ভাগ্য বদলাচ্ছে না সিলেটের। ঢাকা পর্বে দুই হারের পর এবার সিলেটে এসেও ব্যর্থতার বৃত্তে আটকে রইলো স্ট্রাইকার্সরা। দলের মতো পায়ের চোটের কারনে ভালো নেই অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই খেলছেন এবারের বিপিএল।

তবে জাতীয় দলের মত বিপিএলেরও সফলতম এই অধিনায়ক দলে থাকা মানেই যেন বাড়তি একটা আত্মবিশ্বাস পাওয়া। তাই হাফিট মাশরাফিকেও দলে চায় টিম ম্যানেজমেন্ট। কোন মতে শর্ট রান আপে করছেন বল। আর এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। পুরোপুরি ফিট না হয়েও এবছর খেলার বিষয়ে তিনি বলেন, ‘গত বছর পর্যন্ত পায়ের সমস্যা হয়নি। গত চার মাস আগে থেকে হচ্ছে। ছোট্ট একটা অপারেশন লাগবে। আমি নিজেও এ বছর চাইনি যেহেতু পুরো ফিট না। তবে টিম ম্যানেজমেন্ট চাওয়ার একটা ব্যাপার থাকে।’

তবে চোটের সঙ্গে লড়াই করে মাশরাফীর এভাবে খেলে যাওয়ায় বিপিএলের মান কমে যাচ্ছে, এমনটাই মনে করেন এক সময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। তার এমন মন্তব্যের পর গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাশরাফী ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৯ রান। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ভালো করেছেন তিনি।

এমন পারফরম্যান্সের পেছনে আশরাফুলের সেই মন্তব্যের কোন সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমি কোনো দিনও আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয় তাদেরই চিন্তা করে, ওদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক।’

তবে আজ পুরো স্পেল বোলিং করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি তো সর্বশেষ দুই ম্যাচ প্রায় বোলিংই করিনি। পরিষ্কারভাবে মেসেজ ছিল যে আমি পারব না। আজ একটু ভালো লাগছিল বলে করেছি। আমি যেহেতু খেলছি, আমাকে এভাবেই খেলতে হবে। আমার কাজ হচ্ছে বোলিং করা।

কতদিন পর্যন্ত খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি কিন্তু অবসরের সময় বলেছিলাম, আমি ক্রিকেট খেলব। খেলাটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো, সেটা আলাদা কথা। ঘরোয়া ক্রিকেটে খেলা, এখানে তো ক্যারিয়ারের বিষয় না। আপনাকে যদি ক্লাব চায় নিবে।’

আগামী বছর বিপিএল নিয়ে তার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, ‘হতে পারে। পা যদি ঠিক থাকে, আমার মতো করেই আমি খেলতে চাই। গত বছর যেমন খেলেছি এবার যদি পারতাম, তাহলে চিন্তা করতাম না। সেটা যেহেতু পারছি না। আমি এই বিষয় নিয়ে চিন্তা করব পরে।’

আরও পড়ুন: কুমিল্লার বিপক্ষে ৭৮ রানে অলআউট সিলেট, টানা তৃতীয় হার

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট