Connect with us
ক্রিকেট

সিলেটের নেতৃত্বে এবারেও থাকছেন মাশরাফি

Mashrafe Bin Mortaza
মাশরাফিকেই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিলেট। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরেও সিলেট স্ট্রাইকার্স এর হয়ে মাঠ মাতাবেন মাশরাফি বিন মুর্তজা। যদিও দু’দিন পর শুরু হতে যাওয়া আসরটিতে মাশরাফির খেলা না খেলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। কেননা জাতীয় নির্বাচনের ব্যস্ততা কাটিয়েই তার পায়ের অপারেশন করানোর কথা ছিল। অপরদিকে তার বর্তমান ফ্র্যাঞ্চাইজি সিলেটও তাকে পাওয়ার ব্যাপারে তাদের আশাবাদ বারবার ব্যক্ত করে আসছিল।

অবশেষে সিলেটের এই দলটি মাশরাফিকেই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করলো। বিপিএলের দশম আসর শুরুর মাত্র দু’দিন আগে সিলেট আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে অবশ্য শুধু দেশী ক্রিকেটাররা যোগদান করেছেন। তবে সেখানে আজ ছিলেন না দলপতি মাশরাফি। ম্যাশ এবারের আসরে খেলবেন কি না তা নিয়েই ছিল সংশয়।

তবে সিলেট স্ট্রাইকার্স এর কোচ রাজিন সালেহ বিশ্বাস করেন, সিলেটের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। ‘সহ-অধিনায়কের বিষয়ে এখনও আমরা সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও অধিনায়ক হিসেবে আমরা মাশরাফিকেই ধরে রেখেছি। কালকের মধ্যেই সহ-অধিনায়কও চূড়ান্ত করে ফেলবো ইনশাআল্লাহ।’

বিপিএলের আগেই পায়ের অপারেশন করানোর কথা জানিয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কিন্তু এখনও অপারেশন না করানোয় মাশরাফিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজিন, ‘সার্জারীর কোন আপডেট এখনও জানি না। গত দুই-তিন বছর তো ও এই ইনজুরি নিয়েই খেলে যাচ্ছে। ও মানসিকভাবে ভীষণ শক্ত মানুষ। আমরা মনে করছি গত বছরের ন্যায় এ বছরও মাশরাফি এভাবেই খেলে যাবে। আমরা তার অপেক্ষায় আছি।’

বিদেশি ক্রিকেটারদের দলে যোগদানের ব্যাপারে সিলেট কোচ জানান, বিদেশী ক্রিকেটারদের কিছু আজ রাতে আসবে, কয়েক জন কালকে আসবে এবং দু’জন ম্যাচের দিন দলের সাথে যোগ দেবে। নিজেদের শক্তিমত্তার ব্যাপারে রাজিনের মত, ‘আমাদের ব্যাটিং অর্ডারটা বেশি শক্তিশালী। ফিল্ডিং সাইডটাও অনেক ভালো। অবশ্য আমাদের বোলিং সাইডটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। দলে তানজিম সাকিব, রেজাউর রাজা, জিম্বাবুয়ের এনগারাবার মত বোলাররা আছে। আমার মতে, আমাদের বোলিং লাইনটাও যথেষ্ট ভালো।’

আরও পড়ুন: ফরচুন বরিশালের নেতৃত্বে তামিম ইকবাল 

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট