Connect with us
ফুটবল

ভারতের বিরুদ্ধে ম্যাচ সন্ধ্যায়, দুপুরে ছিটকে গেলেন প্রবাসী ফুটবলার

BD vs IND football
ভারত ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ

সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ দলে এসেছে দুঃসংবাদ। ছিটকে গেছেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ।

ম্যাচ শুরুর আগে দুই দলকে ২৩ জন ফুটবলারের নাম দিতে হয়। বাংলাদেশ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার কাজেম শাহ। হ্যাভিয়ের ক্যাবরেরা একজন ফুটবলার বেশি নিয়ে ভারতে এসেছিলেন। তাই খেলার আগে একজন বাদ পড়বেন এটা অনুমেয় ছিল।

Hamza Practice

বাংলাদেশ দলের মধ্যমণি এখন হামজা চৌধুরী

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হওয়া ক্যাম্প থেকে অদ্যাবধি দলের সঙ্গে ছিলেন কাজেম। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তাকে বাদ পড়তে হয়েছে। বাফুফে ২৩ জনের চুড়ান্ত স্কোয়াড এখনো প্রকাশ করেনি। তবে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, কাজেম পারফরম্যান্স নয় ইনজুরির জন্য ছিটকে গেছেন।


আরও পড়ুন:

» সাকিবের মা-বাবাও এলেন অসুস্থ তামিমের খোঁজ নিতে

» হামজা-জামালদের ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে


কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্য এক ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে কাজেমের ব্যথা (হ্যামস্ট্রিং) বেশি হওয়ায় শেষ পর্যন্ত মত বদলাতে হয়। আরও দুই একজন ফুটবলারের হালকা চোট থাকলেও তারা খেলার অবস্থায় রয়েছেন।

BD vs IND football

মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল দুই দলের দুই ক্যাপ্টেন।

কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে। জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠা কানাডায়। কানাডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেছেন। গত কয়েক মৌসুম তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের ডাক পেয়েছেন এবং জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন।

শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে ইংল্যান্ড প্রবাসী আলোচিত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল