আগামীকাল বসছে আইপিএলের ১৭তম আসর৷ যথারীতি প্রতিবছর টুর্নামেন্টের শুরুতে জাঁকজমক পরিবেশে ফ্রাঞ্জাইজি দলগুলোর অধিনায়কদের মধ্যে চলে ফটোসেশন। এবারও এর ব্যতিক্রম হয়নি৷ তবে ব্যতিক্রম ছিল একটি জায়গায়৷ আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি সাফল্য ছোঁয়া দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফটোসেশনে এসেছেন রুতুরাজ গায়কোয়াড়। তাহলে মহেন্দ্র সিং ধোনি কোথায়? যার হাত ধরে আইপিএলে বারংবার সাফল্যের চূড়ায় বসেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে), সেই মহেন্দ্র সিং ধোনি নেই অধিনায়কদের ফটোসেশনে!
কারণটা জানা গেল কিছুক্ষণ পরেই৷ এবারের আসরে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে থাকছেন না মহেন্দ্র সিং ধোনি৷ অথচ আগামীকালই ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে চেন্নাই৷
তবে অধিনায়ক পরিবর্তন হলেও চেন্নাইয়ের পারফরম্যান্স কোনো পরিবর্তন হবে না– এমনটাই আশা করতে পারে সিএসকের সমর্থকরা৷ কেননা দলটিতে রয়েছে একাধিক তারকা অলরাউন্ডার ও ব্যাটার। অন্যদিকে পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও(আরসিবি)।
দুই দলের শক্তিমত্তার হালচাল:
চেন্নাই-বেঙ্গালুরু–সাফল্যের বিচারে আইপিএলের ইতিহাসে দুই দলকে বলা যায় মুদ্রার এপিঠ-ওপিঠ৷ আইপিএলে যৌথভাবে পাঁচটি শিরোপার মালিক এখন চেন্নাই সুপার কিংস, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি মৌসুমে শিরোপার জন্য নিজেদের উজাড় করে দিলেও শিরোপা ধরা দেয়নি একবারও। অবশ্য সম্প্রতি নারী আইপিএলে শিরোপা পেয়েছে দলটি, তাহলে কী এবার শিরোপা পেতে পারে পুরুষরা? সময় ও মাঠের খেলাই বলে দিবে সেই উত্তর।
আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে একচেটিয়া সাফল্য পেয়েছে হলুদরা৷ আইপিএলে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩১ ম্যাচে, এর মধ্যে চেন্নাই জিতেছে ২০টি ও বেঙ্গালুরুর জয় রয়েছে ১০ ম্যাচে৷
২০২৩ সালের সর্বশেষ আসরেও জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস৷ এমনকি দুই দলের মধ্যকার সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস৷
এ থেকেই হলুদদের একচ্ছত্র আধিপত্য পরিষ্কার। তবে মাঠের খেলায় এমন হিসেব-নিকেশের তোয়াক্কা নেই, দিনশেষে সেরা পারফরম্যান্স করা দলটাই জয়ের দেখা পায়৷
আলো ছড়াতে পারেন যারা:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে বরাবরের মতোই তারকায় ঠাসা। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও ভিরাট কোহলি এবারও আলো ছড়াতে পারেন৷ তবে দর্শকদের চোখ থাকবে দলটির অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের দিকে। ব্যাটে-বলে আরসিবির ট্রাম্পকার্ড হতে পারেন গ্রিন৷
একঝাঁক ব্ল্যাকক্যাপস তারকা রয়েছে চেন্নাই শিবিরে। অলরাউন্ডার মিচেল স্যান্টনারের পাশাপাশি এবার দলে রয়েছে ডেরিয়েল মিচেল, ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্র৷ অন্যদিকে মঈন আলি, রবিন্দ্র জাদেজার মতো দুর্দান্ত অলরাউন্ডারও রয়েছে দলটিতে৷ সবমিলিয়ে অলরাউন্ডার খেলানো নিয়ে এক মধুর বিড়ম্বনায় পড়তে পারে চেন্নাই ম্যানেজমেন্ট৷ তবে পেস ইউনিটে পাথিরানার ইনজুরিতে দিপক চাহার ও তুষার দেশপান্ডের সাথে জুটি বাঁধতে পারেন মুস্তাফিজুর রহমান৷
যেমন হতে পারে প্লেইং ইলেভেন:
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে/রাচিন রবিন্দ্র, আজিঙ্কা রাহানে, ডেরিয়েল মিচেল, শিবম দুবে, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দিপক চাহার, মহেশ থিকসানা, তুষার দেশপাণ্ডে, শার্দুল ঠাকুর/মুস্তাফিজুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসি, ভিরাট কোহলি, ক্যামেরুন গ্রিন, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়শ প্রভুদেসাই, মহিপাল লোমরর, দিনেশ কার্তিক, আলজারি জোসেফ/রিস টপলি, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ।
আরও পড়ুন: ধোনির পরিবর্তে চেন্নাইয়ের নেতৃত্বে নতুন মুখ
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/টিএইচ/এমটি