![Sharfuddoula Ibne Shahid Saikat](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Sharfuddoula-Ibne-Shahid-Saikat-3-e1739209628786.jpg.webp)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আগেই ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ১২ আম্পায়ারের মধ্যে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। ১৯ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। তাঁর সঙ্গে মাঠের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট।
উদ্বোধনী ম্যাচ ছাড়া আরও ৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা। ২১ ফেব্রুয়ারি একই মাঠে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে অ্যালেক্স হোয়ার্ফ ও অস্ট্রেলিয়ার রডনি টাকারকে এবং টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবোরো। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাদুগালে।
আরও পড়ুন:
» দলে না থেকেও দুবাই যাচ্ছেন হাসান, জানা গেল কারণ
» চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি হয়নি, তবুও আশাবাদী সিমন্স
এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা এবং তাঁর সঙ্গে দেখা যাবে জোয়েল উইলসনকে। সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রডনি টাকারকে। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাদুগালে।
১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে রডনি টাকার এবং আহসান রাজাকে। এছাড়া চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাদুগালে।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)