গেল শনিবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এদিন ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে ব্যাট করার সময় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। এবার সেই ঘটনার জেরে আইসিসির তরফ থেকে তিরস্কৃত হলেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে ১৮তম ওভারে ইংল্যান্ডের হয়ে নিজের ব্যক্তিগত শেষ ওভারটি করতে আসেন লেগ স্পিনার আদিল রশিদ। ওভারের তৃতীয় বলটি ডেলিভার হওয়ার আগে ওয়েড পিছিয়ে যেতে থাকেন। কোন কারণে বলটি খেলতে চাইছিলেন না তিনি। তবে রশিদ ডেলিভারি করে ফেললে এগিয়ে এসে বলটি ঠেকিয়ে দেন তিনি।
তবে আম্পায়ার নিতিন মেনন সেটিকে ডট বলের সিদ্ধান্ত দেন। আর এতেই বাধে বিপত্তি। ওয়েড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান। তার মতে সেটি ডেড বল দেওয়া উচিত ছিল। কেননা তিনি সে বলটি খেলতে প্রস্তুত ছিলেন না। একপর্যায়ে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি হয় এই অজি ক্রিকেটারের। তবে শেষ পর্যন্ত আম্পায়ার নিজের সিদ্ধান্ত অটল থাকেন।
ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে ওয়েডের কথা কাটাকাটির বিষয়টি চোখ এড়ায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। আইসিসি-র নিয়ম লঙ্ঘন করার অপরাধে ওয়েডকে এবার হতে হয়েছে তিরস্কারের মুখোমুখি। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ওয়েড আইসিসি কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ ২.৪ লঙ্ঘন করেছেন। এর ফলে তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওয়েড। যার কারণে কোন শুনানির প্রয়োজন হয়নি। গেল ২৪ মাসে ওয়েডের বিরুদ্ধে এটি আইসিসির প্রথম ডিমেরিট পয়েন্ট।
অবশ্য এদিন ইংল্যান্ডকে ৩৬ রানে পরাজিত করে বিশ্বকাপে নিজেদের টানা দুই ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৫ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। সেই ম্যাচে ম্যাথু ওয়েড খেলেছিলেন ১০ বলে ১৭ রানের একটি অপরাজিতই ইনিংস।
আরও পড়ুন: বাংলাদেশের বদলে ভারত থাকলে ভিন্ন হতো দৃশ্যপট?
ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/এফএএস