গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯৬ রানের বড় সংগ্রহ দাড় করিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এদিন বেঙ্গালুরু হয়ে তিন ক্রিকেটার তুলে নিয়েছিলেন নিজেদের অর্ধশতক। তবে এর মাঝেই লজ্জার এক রেকর্ড গড়েছেন দলের আরেক তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য বড় সংগ্রহ করেও দিন মুম্বাইয়ের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে।
গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ১০৩ রানে দলের তৃতীয় উইকেট পতনের পর ১২তম ওভার ব্যাটিংয়ে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে পরের ওভারেই কোনো রান না করে শ্রেয়াস গোপালের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
আর এতেই টুর্নামেন্টের লজ্জার এক রেকর্ডে নিজের নাম লেখালেন এই অজি তারকা ব্যাটার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৭ বার ডাক মারার কীর্তি গড়েছেন ম্যাক্সওয়েল। অবশ্য তিনি একা নন। এই তালিকার শীর্ষে যৌথভাবে ম্যাক্সওয়েলের সঙ্গে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক।
তবে শূন্য রানে আউট হওয়ার পরিসংখ্যানে তিনজন ব্যাটার সমান সংখ্যক বার ডাক মারলেও ম্যাক্সওয়্যাল যেন ছাড়িয়ে গেছেন সকলকে। কেননা তিনি ১৭ বার কোন রান না করেই মাঠ ছাড়ার কীর্তি গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলেই। লজ্জার এই রেকর্ডটি করতে ম্যাক্সওয়েল আইপিএলে খেলেছেন ১২৬ ম্যাচ।
অপরদিকে আইপিএলের সর্বোচ্চ বার ডাক মারতে দিনেশ কার্তিক খেলেছিলেন ম্যাক্সওয়েলের চেয়েও শত ম্যাচ বেশি অর্থাৎ ২২৬ ইনিংস। আবার রোহিত শর্মা সর্বোচ্চ ১৭বার কোনো রান না করে আউট হয়েছেন ২৪২ ইনিংসে ব্যাট করে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন সুনীল নারিন, পীযূষ চাওলা ও মানদীপ সিং।
আরও পড়ুন: ঘরের মাঠে পরাজয়, ফিরতি লেগে বার্সাকে হারাতে চায় পিএসজি
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৪/এফএএস