ভারত বিশ্বকাপ থেকেই ম্যাক্সওয়েলের ব্যাট যেন পাগলা ঘোড়া। একের পর এক ম্যাচে বোলারদের পিটিয়ে, কচুকাটা করে—যা করার তাই করছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার। এবার তার ব্যাটে ঝড় উঠেছে ক্যারিবীয়দের বিপক্ষে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ডেকে নিয়ে এক প্রকার শাসন করলেন ম্যাক্সি!
রবিবার ওয়েন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডারে নেমে ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অজি ব্যাটার। শুরুতে ব্যাট করতে নামা অজিরা ম্যাক্সওয়েল ঝড়ে ভর ২৪১ রানের পুঁজি পায়। জবাবে ২০৭ রানেই থেমে যায় ক্যারিবীয়দের রানের চাকা। ৩৪ রানের জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নেয় স্বাগতিকরা। সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এদিকে সিরিজ জয়ের দিন নতুন একটি রেকর্ডে নাম লিখিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টিতে ৪ নম্বর কিংবা তার পর ব্যাট করতে নামা কোনো ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২০ সালে বেলজিয়ামের ক্রিকেটার শাহেরিয়ার বাট চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর ৫ রান পার করার সুযোগ হলে রেকর্ড বুকে টপার হতেন ম্যাক্সি।
এদিকে এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রানে থামে অজি ঝড়। জবাবে ৯ উইকেটে হারিয়ে ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ থামে ২০৭ রানে। ৩৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ম্যাক্সি একাই রানের খাতা বড় করেছেন, ৫৫ বলে করেছেন অপরাজিত ১২০ রান। ক্যারিবীয়দের হয়ে রান তুলেছেন জনসন চার্লস (১১ বলে ২৪), রভম্যান পাওয়েল (৩৬ বলে ৬৩, ৫ চার ৪ ছক্কায়), আন্দ্রে রাসেল (১৬ বলে ৩৭) ও জ্যাসন হোল্ডার (১৬ বলে ২)।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৪১/৪ (২০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০৭/৯ (২০)
ফলাফল: ৩৪ রানে জয়ী অস্ট্রেলিয়া।
ম্যাচ সেরা: গ্লেন ম্যাক্সওয়েল ১২০* (৫৫)।
আরও পড়ুন: যে কারণে সবার মুখে মুখে মাহমুদউল্লাহর প্রশংসা
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এসএ