ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও সমান গুরুত্বপূর্ণ। ম্যাচ জয়ের জন্য ফিল্ডিং বড় প্রভাবক হিসেবে কাজ করে। আর এই ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটে বেশ পরিচিত কিছু ক্রিকেটার রয়েছে। যাদের নাম শুনলেই মস্তিষ্কে প্রথমেই তাঁদের দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা মনে পড়ে। এ সকল দুর্দান্ত ফিল্ডারদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
হালের ক্রিকেটে ফিল্ডারদের মধ্যে সেরাদের একজন হিসেবে বিবেচিত হয়ে থাকে ম্যাক্সওয়েল। যা তিনি বারবার প্রমাণ করেছেন। চলছে বিগ ব্যাশ লিগ। যেখানে ব্রিসবেন হিটের বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে আবারও ফিল্ডিংয়ে নিজের জাত চেনালেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
দুর্দান্ত এমন ক্যাচের মুহূর্তটা ছিল মূলত ব্রিসবেন ম্যাচের ১৭ তম ওভারে। এসময় বোলিংয়ে আসেন ডেন লরেন্স। লরেন্সের করা ফুল লেংথের প্রথম বলটি লং অনেক উপর দিয়ে উড়িয়ে মারেন ব্যাটার উইল প্রেস্টিজ। বলও রীতিমতো সীমানা দড়ি ছাড়িয়ে ওপারে চলে যায়। তবে শূন্যে থাকা অবস্থায় ওপার থেকে সেই বল লাফ দিয়ে মাঠে ভিতরে নিয়ে আসেন ম্যাক্সওয়েল। শুধু নিয়েই আসেননি সীমানার ভিতর থেকে সেই বল তালুবন্দি করে দুর্দান্ত এক ক্যাচ ধরেন তিনি।
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচের ভিডিও:
আরও পড়ুন:
» বছরের প্রথমদিন সুখবর পেলেন মুশফিক-লিটন
» এত কম সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় : বিসিবি সভাপতি
খালি চোখে বোঝা না গেলেও রিপ্লেতে স্পষ্ট আউট হয়েছে। দুর্দান্ত এই ক্যাচকে মাইকেল ভন বলছেন, ‘ক্যাচ অব দ্য ইয়ার।’ এসময় তিনি আরও বলেন, একমাত্র মাক্সওয়েলকে দিয়েই এমন ক্যাচ সম্ভব। তাছাড়া তার চোখে দেখা সেরা ক্যাচ এটা।
মাইকেল ভন বলেন, ‘এই আসরে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি। তবে এই ক্যাচটি ছিল ক্যাচ অব দ্য ইয়ার। মাঠের ওপারে উড়তে থাকা বলটিকে নিজে উড়ে গিয়ে মাঠের ভিতরে এনে আবার তালুবন্দি করা এটা শুধু ম্যাক্সওয়েল দ্বারাই সম্ভব। আমার চোখে সেরা ক্যাচ এটি। এর চেয়ে ভালো ক্যাচ আমি আগে কখনও দেখিনি।’
নির্ধারিত ২০ ওভারে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান তুলে ব্রিসবেন হিট। দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৭৭ রান করে অপরাজিত ছিলেন ম্যাক্স ব্রায়ান্ট।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এসআর/বিটি