Connect with us
ক্রিকেট

সর্বোচ্চ ছক্কার রেকর্ড ম্যাক্সওয়েলের, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

Crifo AUSTARILA vs NEWZEALAND
নিউজিল্যান্ডকে ধসিয়ে দেয়ার পর অস্ট্রেলিয়ার উল্লাস। ছবি- ক্রিকিইনফো

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন গ্লেন ম্যাক্সওয়েল। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র একটি ছক্কা হাঁকিয়েছেন ম্যাক্সি। আর তাতেই নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। ৯৭ ইনিংসে ১২৬টি ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই হার্ডহিটার ব্যাটার। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতেছে অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের। ১০৩ ইনিংসে ১২৫টি ছক্কা হাঁকিয়েছেন ফিঞ্চ। গত বছর অবসর নেয়া ফিঞ্চকে পেছনে ফেললেন ম্যাক্সি। অজিদের হলুদ জার্সিতে শতাধিক ছক্কা আছে আর মাত্র একজনের. সেটা ডেভিড ওয়ার্নার। ১০৩ ইনিংসে ১১৩বার উড়িয়ে বল বাউন্ডারি পার করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংসের এক বল বাকি থাকতে ১৯.৫ ওভারেই সব কটি উইকেট খুইয়ে ফেলে অজিরা। জবাবে ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড অ্যাডাম জাম্পা ও নাথান এলিসের বলে ১০২ রানেই গুটিয়ে যায়। ৭২ রানে জয় পায় অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে ট্রেভিস হেড ২২ বলে ৪৫, মিশেল মার্শ ২১ বলে ২৬, কামিন্স ২২ বলে ২৮ ও টিম ডেভিড ১৭ রান করেন। এছাড়া কারো ব্যাটে তেমন রান আসেনি। তবে এক্সটা থেকে আসে ২৩ রান। ১৩টি ওয়াইড, ৯টি লেগবিফোর ও ১ রান আসে নো বল থেকে। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪টি, অ্যডাম মিলনে, মিচেল স্যান্টনার ও বেন সেয়ার্স ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ব্ল্যাক ক্যাপসদের হয়ে গ্লেন ফিলিপসের ৩৫ বলে ৪২ রান ছাড়া আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। দুই অঙ্কের কোটা ছোঁয়া ট্রেন্ট বোল্ট ১৬ ও ক্লিয়ারসন ১০ রান করেন। সব মিলিয়ে ১০২ রান তুলতে পারে স্বাগতিকরা।

ব্যাট হাতে ২২ বলে ২৮ রান এবং বল হাতে ১৯ রান খরচায় একটি উইকেট নেয়া প্যাট কামিন্স ম্যাচসেরা নির্বাচিত হন। আগামী ২৫ ফেব্রুয়ারি সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে আবার অকল্যান্ডের মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

আরও পড়ুন: দিল্লির অধিনায়ক হয়েই ক্রিকেটে ফিরবেন ঋষভ পান্ত

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট