Connect with us
ফুটবল

‘মাস্ক’ পরেই আজ মাঠে নামতে পারেন এমবাপ্পে

অনুশীলনে মাস্ক পরে এমবাপ্পে। ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে আঘাতপ্রাপ্ত হয়ে নাক ভেঙ্গে যায় ফ্রান্স ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসি এই তারকাকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে পরবর্তী ম্যাচে মাস্ক পরে হলেও এমবাপ্পে খেলবেন, এমনটাই আশা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

অস্ট্রিয়াকে ১-০ গোলে হারানোর ম্যাচে বল দখলের সময় প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যাওয়ার ঘটনা ঘটে এমবাপ্পের। এই তারকা ফুটবলার পুরোপুরি সেরে না উঠলেও আজ রাতে মাঠে দেখা যেতে পারে তাকে। তবে নিরাপত্তা জনিত কারণে তিনি মুখে পরতে পারেন মাস্ক। যেমনটা সম্প্রতি দেখা গেছে অনুশীলনের সময়ে।

তবে অনুশীলনের সময় তার মুখে অনেকটা জাতীয় পতাকার আদলে তৈরিকৃত– সাদা, লাল ও নীল রংয়ের সমন্বয়ে গড়া মাস্ক দেখা গিয়েছিল। অবশ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপের ম্যাচে এই মাস্ক পড়ে খেলতে পারবেন না তিনি। উয়েফার নিয়ম অনুযায়ী এমবাপ্পেকে যেকোনো এক রঙের মাস্ক পড়ে খেলতে হবে মাঠে।

আজ শুক্রবার রাত ১টায় ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দলের কোচ দেশম এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে জানান, ‘কিলিয়ান ভালো করছে। তার নাকের ফোলাভাব কমে এসেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য আমরা অপেক্ষা করব। সে কেমন অনুভব করছে, তার ওপর নির্ভর করছে সিদ্ধান্ত।’

এমবাপ্পে যে মাস্ক পরে খেলবেন সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, কিলিয়ান এমবাপে একটা মাস্ক ব্যবহার করবে। এই মাস্কের বিষয়ে আপনাদের আসলেই বিস্তারিত জানার প্রয়োজন নেই। আমার মনে হয়, এগুলো কোথা থেকে আসে, এটা খুঁজে বের করার জন্য আপনাদের কাছে যথেষ্ট উপায় আছে।’

তবে শুরুর একাদশে এমবাপ্পে থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার কথা জানান দেশম। এদিকে অভিজ্ঞ ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান মনে করেন এমবাপ্পে শেষ পর্যন্ত খেলতে না পারলেও তাদের কাছে বিকল্প পরিকল্পনা রয়েছে। তবে দলের সবথেকে বড় তারকা খেলোয়াড়কে ম্যাচে পাওয়ার আশা করেন তিনিও।

এমবাপ্পে যদি দলে না থাকে তাহলে তা কেমন প্রভাব ফেলবে দলের ওপর সে বিষয়ে গ্রিজমান বলেন, ‘আমি মনে করি, পুরো দলকেই মানিয়ে নিতে হবে, (যদি এমবাপ্পে খেলতে না পারে)। আমি আসলেই জানি না, সে খেলবে কিনা। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে মাঠে পাওয়া বা না পাওয়া নিশ্চিতভাবেই পার্থক্য গড়ে দেয়।’

তবে এমবাপ্পেকে ম্যাচে পাওয়ার আশা ছাড়ছেন না কোচ দেশম, ‘বড় একটা ধাক্কার পর এখন যে পরিস্থিতি, সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। গতকাল আপনারা দেখেছেন সে (এমবাপ্পে) বাইরে বের হতে পেরেছে এবং (অনুশীলনে) কিছু কাজও করেছে, আজ রাতেও একই কাজ করবে সে।’

আজ রাতে ডাচদের বিপক্ষে ম্যাচে কেমন কৌশল সাজাবে ফ্রান্স সেই বিষয়ে জানতে চাইলে দেশম বলেন, ‘যারা শুরু থেকে খেলবে এবং যারা খেলবে না, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা দল। এই দল আমাকে পরিচালনা করতে হবে। যারাই শুরু করুক এবং বেঞ্চে থাকুক, কৌশল প্রথম ম্যাচের মতোই থাকবে।’

আরও পড়ুন: চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল