নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রাজকীয় বরণের পর শৈশবের স্বপ্নপূরণের উচ্ছ্বাস প্রকাশ করেন এই ফরাসি তারকা।
আগামী ১৫ আগস্ট উয়েফা সুপারকাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে অভিষেক হতে পারে এমবাপ্পের। মাদ্রিদের জার্সিতে ৯ নাম্বার জার্সি পড়ে খেলবেন তিনি। তবে কোন পজিশনে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের অন্যতম সেরা পারফরমার ছিলেন ভিনিসিয়ুস। আর তিনি আক্রমণভাগের বাঁ প্রান্ত ধরে খেলে থাকেন। আর একই পজিশনে পিএসজিতে খেলেছেন এমবাপ্পে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে রিয়াল মাদ্রিদে কে কোন পজিশনে খেলবেন, এক্ষেত্রে দুজনের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে কিনা!
আরও পড়ুন:
» আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব
» ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় এসেছে পরিবর্তন, শীর্ষে যারা
তবে এই ইস্যুতে স্পষ্ট জবাব দিয়েছেন এমবাপ্পে। রিয়াল বস কার্লো আনচেলত্তি তাকে যে পজিশনে খেলাবেন তিনি সেখানেই খেলবেন, ‘আমাকে কোচ যেখানে খেলতে বলবেন আমি সেখানেই খেলব। পিএসজি কিংবা ফ্রান্স এবং এর আগে মোনাকোতেও আমি আক্রমণভাগের তিনটি পজিশনে খেলেছি। আমার কাছে শারীরিকভাবে ফিট থাকাটাই গুরুত্বপূর্ণ। পজিশন খেলার একটি অংশ, এটা কোনো বিতর্কের বিষয় নয়। কোচই সিদ্ধান্ত নেবেন আমি কোথায় খেলব।’
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সঙ্গেও তার মানিয়ে নিতে সমস্যা হবে না বলে তিনি মনে করেন, ‘ভিনিসিয়ুস একজন দুর্দান্ত খেলোয়াড়। তার সঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না। সে দারুণ একটি মৌসুম কাটিয়েছে এবং তার সঙ্গে আমি মানিয়ে নিতে পারবো। ভিনিসিয়ুস, রদ্রিগো এবং অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি অনেক খুশি।’
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/বিটি