দীর্ঘ ৫-৬ বছর বহু নাটকীয়তার পর অবশেষে চলতি বছরেই ফ্রি ট্রান্সফারে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবার তার ভক্তদের জন্য আরও একটি সুখবর দিতে যাচ্ছেন তিনি। মাত্র ২৫ বছর বয়সেই এবার একটি ক্লাবের মালিক হওয়ার পথে এই রিয়াল মাদ্রিদ তারকা।
ফুটবলভিত্তিক বিখ্যাত ওয়েবসাইট গোল ডটকম এর বরাতে জানা যায়, ফ্রান্সের দ্বিতীয় সারির দল কায়েনের মালিক হতে যাচ্ছেন এই ফরাসি।
তাদের প্রতিবেদন অনুযায়ী, এজন্য এমবাপ্পেকে খরচ করতে হবে ২ কোটি ইউরো। বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়াকট্রি’ নামের একটি প্রতিষ্ঠান। ২ কোটি ইউরো খরচের পর তখন ক্লাবের ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক বনে যাবেন রিয়াল মাদ্রিদ তারকা।
আরও পড়ুন:
» আইসিসি র্যাঙ্কিং : জ্যোতি এগোলেও পিছিয়েছেন নাহিদা-মারুফা
» মুশফিক-মুমিনুলদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা
এটি সেই ক্লাব যেখানে মোনাকোর বদলে ২০১৩ সালে এমবাপ্পে যোগ দিতে সম্মত হয়েছিলেন। তখন কায়েনের হয়ে খেলতেন আরেক ফরাসি তারকা এনগোলো কান্তে। কিন্তু সেবার কায়েন লিগ ওয়ান থেকে পরের স্তরে অবনমিত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মোনাকোতে যোগ দেন তিনি। ১১১ বছরের পুরোনো এই ক্লাব গত মৌসুমে লিগ ২ এ ৬ নম্বরে থেকে শেষ করেছে।
দীর্ঘ সময়ের জল্পনা-কল্পনার পর অবশেষে চলতি দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দিয়েছেন এমবাপ্পে। ইতোমধ্যে ক্লাবের ঘরের মাঠে তার প্রেজেন্টেশনও সম্পন্ন হয়েছে। তবে জানা গেছে, প্রাক মৌসুমের প্রস্তুতি মূলক খেলায় খেলবেন না তিনি।
রিয়ালের হয়ে আগামী মাসে অনুষ্ঠেয় উয়েফা সুপার কাপের ফাইনাল দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটবে তার।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এমএস/বিটি