Connect with us
ফুটবল

রিয়ালে ৯ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এমবাপ্পে

Kylian Mbappe
কিলিয়ান এমবাপ্পে। - সংগৃহীত

অবশেষে কিলিয়ান এমবাপ্পের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো। ছোটবেলা থেকে যে ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখতেন সেই রিয়াল মাদ্রিদেই যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী ফরাসী এই তারকা। তার ছোটবেলার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোও তো লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে ৯ বছর ফুটবল মাঠ মাতিয়ে গেছেন। মজার বিষয় হলো, রিয়ালে প্রথম মৌসুমে ‘সিআরসেভেন’ ৯ নম্বর জার্সি পড়ে খেলেছেন। আইডলের মত এমবাপ্পেও স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২০২৪/২৫ মৌসুম ৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন।

এর আগে রিয়াল মাদ্রিদে এই জার্সি পড়ে আলফ্রেডো ডি স্টেফানো, রোনালদো নাজারিও, করিম বেনজেমার মতো কিংবদন্তিরা ইতিহাস গড়ে গেছেন। তবে এমবাপ্পেকে মাত্র এক বছরের জন্যই ৯ নম্বর জার্সিতে দেখা যাবে। কারণ ফরাসি তারকাকে ১০ নম্বর জার্সি দেওয়ার পরিকল্পনা করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে এই জার্সি গায়ে চাপান রিয়ালের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৩৮ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে তারপর রিয়াল মাদ্রিদ থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই ক্লাব কর্তৃপক্ষ মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে এক বছর পর এমবাপ্পেকে ১০ নম্বর জার্সি তুলে দেওয়ার চিন্তা করেছে। এমবাপ্পেও মদ্রিচের প্রতি সম্মান স্বরূপ এতে সম্মত হয়েছেন।

গতকাল সোমবার (০৩ জুন) রাতে এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ২৫ বছর বয়সী ফরাসি তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইউরোপ চ্যাম্পিয়নরা যেখানে তিনি বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন। আর সাইনিং বোনাস হিসেবে পাবেন ১০০ মিলিয়ন ইউরো। সদ্য সাবেক ক্লাব পিএসজির সঙ্গে চলতি মাসেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমবাপ্পেকে দলে ভেড়াতে ফরাসি চ্যাম্পিয়নদের কোন টাকা দিতে হয়নি রিয়ালের।

আরো পড়ুন : 

নিউইয়র্কের পার্কে রোহিতদের অনুশীলন করা নিয়ে দ্রাবিড়ের বিস্ময়!

একটা জয় সব বদলে দিতে পারে: তাসকিন আহমেদ

তবে ক্লাব থেকে এখনো এমবাপ্পের জার্সি নম্বর নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে ৯ নম্বর জার্সিতেই তাকে দলের খেলোয়াড় হিসেবে উপস্থাপন করবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের হয়ে ১০ নম্বর ও ক্লাব পর্যায়ে ৭ নম্বর জার্সি গায়ে চাপান এমবাপ্পে। কিন্তু গত মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্মৃতি জড়িত ৭ নম্বর জার্সি ভিনিসিয়ুস দেওয়া হয়। ফলে লস ব্লাঙ্কোসদের হয়ে এই জার্সিটি আর পাওয়া হচ্ছে না ফরাসি তারকার।

তাই মদ্রিচ এক বছর পর অবসরে গেলে, তখন ১০ নম্বর জার্সিই একেবারে গায়ে চাপানোর সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছেন এমবাপ্পে। এর আগে এই জার্সি পড়ে ফেরেঙ্ক পুসকাস, লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, রিকার্ডো গ্যালেগোর মত ফুটবলাররা মাঠ মাতিয়ে গেছেন।

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদোও রিয়ালে তার প্রথম মৌসুম ৯ নম্বর জার্সি পড়ে খেলেছিলেন। কেননা তার পছন্দের ৭ নম্বর জার্সি পড়ে খেলতো ক্লাবের তৎকালীন সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি রাউল গঞ্জালেজ। এক মৌসুম পর রাউল অবসরে গেলে তখন একেবারে ৭ নম্বর জার্সি পেয়ে যান রোনালদো। এমবাপ্পেও কি নিজের আইডলের পথেই হাঁটছেন?

ক্রিফোস্পোর্টস/০৪জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল