এসব তাহলে নেইমারকে তাড়ানোর জন্যই এমবাপ্পের নাটক ছিলো? হ্যা, পিএসজি এমবাপ্পেকে দলের বাহিরে পাঠায়নি, বরং নেইমারের সাথে একসাথে দলে খেলা নিয়েই যতো সমস্যা ছিলো এমবাপ্পের! এমন খবরই জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ।
গত দুই মাস পিএসজির সঙ্গে কতোই না নাটক করলেন এমবাপ্পে। তবে মুহুর্তেই সব পাল্টে গেলো আল হিলালের সঙ্গে নেইমারের সমঝোতার খবরে। রোববার এ খবর আসা মাত্রই, পিএসজি-এমবাপ্পে সব ঝামেলা মিটমাট হয়ে পিএসজির মূল দলে অন্তর্ভুক্ত করা হয় এমবাপ্পেকে।
ফরাসি এই তারকার সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছে প্যারিসের ক্লাবটি। ওই আলোচনার মূল বিষয় পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন করা।
সংবাদ মাধ্যম ফুট মার্কেতো দাবি করেছে, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে ফ্রান্স স্ট্রাইকারের। তিনি চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন।
তবে শর্ত দিয়েছেন একটি। ২০২৫ সাল পর্যন্ত ঐচ্ছিক চুক্তির শর্তে তিনি সই করবেন। তবে চলতি মৌসুম শেষ করেই অর্থাৎ ২০২৪ সালের জুনে তাকে ক্লাব ছাড়ার নিশ্চয়তা দিতে হবে। পিএসজিও নাকি ফ্রান্সম্যানের ওই শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে। পিএসজির বিবৃতির পর গতকালই প্রথম মূল দলের সঙ্গে অনুশীলন করেন এমবাপ্পে।
নতুন চুক্তি করায় চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হবেন না এমবাপ্পে। তাকে মূল্য দিয়ে কিনতে হবে আগ্রহী ক্লাবকে। গত জুনে পিএসজিকে এমবাপ্পে বলেন, বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর কোনও ইচ্ছা নেই। আগামী জুনেই চলে যাবেন তিনি। কিন্তু তাকে বিনামূল্যে ছাড়তে কোনোভাবেই রাজি নয় পিএসজি।
সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে প্রায় ২৬ কোটি পাউন্ডের রেকর্ড ফির প্রস্তাব পেয়ে তাকে বেচতে চেয়েছিল প্যারিস ক্লাব। কিন্তু এমবাপ্পে তা প্রত্যাখ্যান করলে পিএসজির প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে বাদ পড়েন।
এদিকে আল হিলালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে একমত হয়েছেন নেইমার। আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও দুই বছরের জন্য চুক্তি হয়েছে নেইমারের। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করতে সম্মত হয়েছেন তিনি। প্রতি মৌসুমে ১৫০ মিলিয়ন করে দুই বছরে ৩০০ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক পাবেন নেইমার।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় ফিক্সিং কান্ডে নিষেধাজ্ঞা, টেস্ট থেকে অবসর নিলেন হাসারাঙ্গা
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এমএইচ