Connect with us
ফুটবল

মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে বাঁচালেন এমবাপ্পে

madird Mbappe
৫০ মিনিটে গোল করে হার থেকে রিয়ালকে রক্ষা করেন এমবাপ্পে

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। তবে একটু পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদও ছড়ি ঘোরাচ্ছে প্রতিটা ম্যাচেই। তাই তো বেশ জমেই উঠেছিলো একই শহর মাদ্রিদের শক্তিশালী দুই দলের ম্যাচ। কিলিয়েন এমবাপ্পের গোলে মাদ্রিদ ডার্বিতে হার এড়ালো রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে দুই নগর প্রতিপক্ষের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের শুরুর দিকে বক্সের মধ্যে স্যামুয়েল লিনোকে ফাউল করেন অরেলিয়েন শুয়োমেনি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জুলিয়ান আলভারেজ। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থাকে অ্যাথলেটিকো।


আরও পড়ুন:

» ভূমিকম্পের পর মাঠে নেমেই মেসিদের বড় জয়

» বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল


ম্যাচে ফিরতে বিরতির পর জ্বলে ওঠেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ৫০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন কিলিয়ান এমবাপ্পে। সমতা আনে রিয়াল। আরও কয়েকটি গোল করতে পারতো তারা। কিন্তু দারুণ সব সেভে রিয়ালকে হতাশ করেন জ্যান ওবলাক।

এদিকে এই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকলো রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট পিছনে থেকে দুইয়ে অ্যাথলেটিকো। দুই দলের সাথে ব্যবধান কমানোর লক্ষ্যে সেভিয়ার মাঠে নামবে বার্সেলোনা। আজ রাতে রয়েছে বার্সার ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল