বর্তমান বিশ্ব ফুটবলে সেরাদের একজন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তাকে দলে ভেড়ানো নিয়ে নাটকীয়তা কম হয়নি। শেষ পর্যন্ত এমবাপ্পে পিএসজিতে থেকে গেলেও আবারও গুঞ্জন উঠেছে এমবাপ্পের রিয়ালে পাড়ি জমানো নিয়ে। তবে এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি।
এমবাপ্পেকে নিয়ে নতুন গুঞ্জন উঠলেও সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন খেলাইফি। তার মন্ত্য অনুযায়ী পরবর্তী মৌসুমেও প্যারিসেই থাকবে এমবাপ্পে। এছাড়া তিনি এমবাপ্পেকে বিশ্বের সেরা ফুটবলার এবং পিএসজিকেই তার জন্য সেরা ক্লাব হিসেবে মনে করেন, ‘এমবাপ্পেকে আমরা প্যারিসেই রাখতে চাই। এখানে লুকানোর কিছু নেই। বিশ্বের সেরা ফুটবলার এমবাপ্পে আর তার জন্য সেরা ক্লাব পিএসজি।’
এছাড়া পিএসজিকে বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলোর পাশেই রাখতে চান খেলাইফি, ‘বিশ্বের সেরা ট্রেনিং সেন্টার রয়েছে পিএসজিতে। এখানে আছেন বিশ্বের সেরা কোচ লুইস এনরিকে। চ্যাম্পিয়নস লিগের প্রতিটি মৌসুমেই আমরা খেলি এবং অন্তত:পক্ষে শেষ ষোল পর্যন্ত খেলে থাকি। এছাড়া কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও আমরা খেলেছি। বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলোর সাথে আমাদের খুব একটা তফাৎ নেই।’
চলতি বছরের জুনে পিএসজি সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপ্পের। এরপর ফ্রি এজেন্টে পরিণত হবেন এই বিশ্বকাপ জয়ী তারকা। তবে শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হবে নাকি পুনরায় চুক্তি নবায়ন করে পিএসজিতেই থেকে যাবেন এখন সেটাই দেখার পালা।
আরও পড়ুন: চেলসিকে হারিয়ে তাক লাগিয়ে দিলো পুঁচকে দল মিডলসব্রাগ
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এমটি