ফ্রান্স ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব রেভেলকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। বড় হারের পরও যেন কোন আক্ষেপ নেই প্রতিপক্ষের। এমবাপ্পের মত বিশ্বকাপ জয়ী তারকার বিপক্ষে খেলা যেন রেভেলের কাছে শিরোপা জয়ের সমান। আর প্রতিপক্ষকে সেই আনন্দ দিতেই অপেশাদার ক্লাবের বিপক্ষে খেলেছেন এমবাপ্পে।
মাসখানেক আগে হয়েছিল ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর ড্র। তখন রেভেলের টিভি কক্ষের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। যেখানে দেখা যায়, দলটির খেলোয়াড়েরা একসঙ্গে বসে ড্র অনুষ্ঠান দেখছিলেন। যখনই তারা জানতে পারলেন ফ্রেঞ্চ কাপে রেভেল খেলবে পিএসজির বিপক্ষে; তুমুল উল্লাসে ফেটে পড়েন সবাই। কাঁধে কাঁধ রেখে তাদের বাঁধ ভাঙ্গা উল্লাস শিরোপা জয়ের থেকে কিছু কম ছিল না।
তবে ফ্রান্স ফুটবলের ষষ্ঠ স্তরে থাকা রেভেলের মত অপেশাদার দলের বিপক্ষে এমবাপ্পে আসলেই খেলতে আসবেন কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। মূলত ছোট দলের বিপক্ষে বিশ্রামে থাকেন দলের বড় নাম গুলো। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময় ভিডিও বার্তায় কয়েকজন রেভেল সমর্থক এমবাপ্পেকে তাদের মাঠে এসে খেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
এবার রেভেলের সেই সমর্থকদের অনুরোধ রাখতেই যেন ফ্রান্স ফুটবলের নিম্ন সারির দলের সঙ্গে ম্যাচ খেলেছেন এমবাপ্পে। সেই এমবাপের হাত ধরে শুরু হয় পিএসজির গোল উৎসব। ম্যাচের ১৬, ৪৫ ও ৪৮ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তিনি ছাড়াও স্কোরশীটে নাম লিখিয়েছেন মার্কো আসেনসিও, গনসালো রামোস, চের এনদুর ও রান্দাল কোলো মুয়ানি।
এই ম্যাচে এমবাপ্পের খেলার বিষয়ে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, এমবাপ্পে নিজের ইচ্ছাতেই ষষ্ঠ স্তরের এই ক্লাবটির বিপক্ষে খেলতে চেয়েছেন, ‘কিলিয়ান খেলতে চেয়েছে। আর সে যখন নিজেই খেলতে চায়, সেখানে আর তেমন কিছু বলার থাকে না। আর আজ যখন সে মাঠে খেলে, তখন কোচিং স্টাফ, দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষপর্যন্ত সবাই জিতে যায়।’
আরও পড়ুন: ব্রাজিলের ডাগআউটে এক পা দিয়ে রাখলেন দরিভাল
ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এসএফ/এমটি