
ভিয়ারিয়ালের মাঠে খেলতে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। শুরুতে গোল হজম করলেও ম্যাচের কামব্যাক দিতে খুব বেশি দেরি করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এতেই বার্সেলোনাকে হটিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো তারা।
গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে রিয়াল। এই ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও অন্য সকল বিবেচনায় পিছিয়ে ছিল কার্লো আনচেলত্তির দল। গোটা ম্যাচে শট, কর্নার ও আক্রমণে এগিয়ে থাকা ভিয়ারিয়াল শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে। শুরু পাওয়া লিডও ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের শুরুতে ভিয়ারিয়ালের আক্রমণাত্মক ফুটবল রিয়ালের জন্য চাপ তৈরি করে। মাত্র সাত মিনিটের মাথায় হুয়ান ফয়থের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে দশ মিনিট পরই ব্রাহিম দিয়াজের শট থেকে ফিরতি বল পেয়ে এমবাপ্প প্রথম গোলটি করেন। এরপর ২৩ মিনিটে লুকাস ভাসকেজের কাট-ব্যাক নিয়ন্ত্রণ করে এমবাপ্প দ্বিতীয় গোলটি করেন, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
আরও পড়ুন:
» আইপিএলকে টেক্কা দিতে সৌদি নিতে যাচ্ছে নতুন পরিকল্পনা
» আবারও ফাইনালে হার দিল্লির, নারী আইপিএলের শিরোপা মুম্বাইয়ের
এমবাপ্পের এই জোড়া গোল তাকে লা লিগায় ২০ গোলে নিয়ে যায়, যেখানে বার্সেলোনার রবার্ট লেভান্ডস্কি ২১ গোল নিয়ে শীর্ষে রয়েছেন। চলতি মৌসুমে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১। গোল উদযাপনের ছবি ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে ক্যাপশনে লিখেছেন, ‘সিউউ’।
দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল আবারও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত রিয়াল ২-১ গোলে জয় নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসে।
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বার্সেলোনা দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আজ রাতে বার্সার সুযোগ থাকবে শীর্ষস্থান পুনরুদ্ধার করা। রাতে তারা খেলবে অ্যাতলেটিকোর বিপক্ষেই।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এফএএস
