নতুন মৌসুমে লিগ ওয়ানে প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লেন্সের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার নৈপুন্যে লেন্সকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।
ম্যাচের ৪৪তম মিনিটে ফরাসি জায়ান্টদের হয়ে নিজের প্রথম গোল করে পিএসজিকে এগিয়ে দেন মার্কো আসেনসিও। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের সাথে বল আদান প্রদান করে প্রথম শটেই তিনি লেন্স গোলরক্ষক সাম্বাকে পরাস্ত করেন।
গোলের সুযোগ হাতছাড়া করেছেন বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর প্রথমবারের মত মূল দলে খেলতে নামা ওসমানে ডেম্বেলে। ৯০তম মিনিটে পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গা থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে পিএসজির ব্যবধান ৩-০ করেন।
ম্যাচের শেষ মূহূর্তে মরগান গুইলাভোগুইয়ের শেষ শট মিলান স্ক্রিনিয়ারের সাথে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে সান্তনার এক গোল পায় লেন্স।
লিগে এই ম্যাচের আগ পর্যন্ত জয়হীন ছিলো পিএসজি। তাই, ঘুড়ে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল প্যারিসের জায়ান্টরা। এই জয়ে শীর্ষে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি।
পিএসজির এই জয়ে অবদান রেখে অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। ক্লাবের হয়ে সর্বকালের সেরা গোলদাতা তো অনেক আগেই হয়েছিলেন তিনি। সঙ্গে লিগ ওয়ানেও সেরা ছিলেন পিএসজির হয়ে ।
এবার পিএসজির প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ১৫০ গোলের একচ্ছত্র রেকর্ড করে ফেললেন ২৪ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। দলের হয়ে ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে প্রথম গোলের মাধ্যমে রেকর্ডটি গড়েন তিনি।
আরও পড়ুন: ঘনিয়ে আসছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল মহারণ
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৩/এমএইচ