Connect with us
ফুটবল

এমবাপ্পের স্বপ্নপূরণ, কী বললেন রোনালদো?

এমবাপ্পে এবং রোনালদো। ছবি- সংগৃহীত

নিজেদের ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এমবাপ্পে নিজেও। ১৪ বছর বয়সে মাদ্রিদ একাডেমিতে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে জানিয়েছেন স্বপ্নপূরণ হওয়ার কথা।

শৈশবে রিয়াল মাদ্রিদ একাডেমি সফর করে বিভিন্ন স্মৃতি জমিয়েছিলেন বর্তমানের এই ফরাসি তারকা। সে সময় নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও তুলেছিলেন ছবি। সেই বিখ্যাত ছবিটিও তুলে দিয়েছিল জিনেদিন জিদান। তখন থেকেই হয়তো স্বপ্ন বুনেছিলেন একদিন খেলবেন এই ক্লাবের হয়েই। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে এমবাপ্পের।

এমবাপ্পের পুরনো স্মৃতি।

এদিকে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার ঘোষণার পর এমবাপ্পের করা পোস্টে মন্তব্য করেছেন তারই আইডল এবং প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল মাদ্রিদ একাডেমিতে তোলা রোনালদোর সঙ্গে পুরনো ছবি ও স্মৃতিময় কিছু মুহুর্ত নিজের ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমি এখন কতটা রোমাঞ্চিত তা কেউ বুঝতে পারবে না। মাদ্রিস্তা, আপনাদের দেখার জন্য অপেক্ষার তর সইছে না এবং আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।’ সেই পোস্টে মন্তব্য করে রোনালদো বলেন, ‘এখন আমার পালা, বার্নাব্যুতে তোমার অসাধারণ পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছি।’

এমবাপ্পের পোস্টে রোনালদোর কমেন্ট।

এর আগে ২০১৮ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে মোনাকো থেকে স্বদেশের ক্লাব পিএসজি-তে গিয়েছিলেন এমবাপ্পে। ৭ বছর সেখানেই কাটিয়ে এবার রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েও এমবাপ্পেকে ধরে রাখতে পারেনি পিএসজি। প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো ক্লাবের জার্সি এবার গায়ে জড়াতে চলেছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশি ব্যাটারদের ‘ভীতু’ বললেন সারোয়ার ইমরান

ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল