অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়ে গেল কিলিয়ান এমবাপ্পের। মাঠে নেমে রিয়ালের হয়ে শিরোপা জিতলেন এই ফরাসি তারকা। উয়েফা সুপার কাপের ফাইনালে আটলান্টাকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো এই শিরোপা ঘরে তুলল লস ব্লাঙ্কোসরা। শিরোপা জয়ের রাতে অভিষেক ম্যাচ গোল দিয়ে রাঙিয়েছেন এমবাপ্পে।
গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এদিন ২-০ গোলে আতালান্তাকে হারিয়ে ট্রফি বাগিয়ে নেয় রিয়াল। এমবাপ্পে ছাড়াও জয়ের রাতে গোল করেছেন ফেডরিকো ভালভার্দে।
এদিন ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভেঙ্গে খুব একটা সহজ সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতির আগে যোগ করার সময়ে রদ্রিগোর দারুন একটি শট গোল পোস্টের ওপর বাধা পেয়ে প্রতিহত হয়। এরপর গোলশূন্য ব্যবধানে দ্বিতীয় আর্ধে ফেরার পর ভালোভাবেই নড়েচড়ে বসে রিয়াল মাদ্রিদ। একের পর এক ভালো সুযোগ তৈরি করে ভিনিসিয়াস-এমবাপ্পেরা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য প্রতিপক্ষের পোস্টে ১০টি শট নিয়ে ৬ বার লক্ষ্যে রাখতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। এদিন ম্যাচের ডেডলক ভাঙেন ফেডরিকো ভালভার্দে। ম্যাচের ৫৯তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে বাঁ পাশের বাইলাইনের কাছ থেকে ভিনেসিয়াস জুনিয়র বল বাড়িয়ে দেন গোলপোস্টের ঠিক সামনে ফাঁকায় দাঁড়ানো ভালভার্দের দিকে। সুযোগ নষ্ট না করে তিনি আলতো টোকায় বল জড়ান জালে।
ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ডি বক্সের মধ্য থেকে জুড বেলিংহাম বল বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশ্যে। নিজের পজিশন ঠিক করে নিয়ে ডান পায়ের জোরালো সাথে বল লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এতে করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে নিরব থাকার কারণ জানালেন মাশরাফি
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এফএএস