চ্যাম্পিয়ন্স লিগে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। গত রাতে রেইমসের এর বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তবে শেষ দুই ম্যাচে ছিলেন গোলশূন্য। পাশাপাশি আগের ম্যাচে দল হেরেছিল এসি মিলনের কাছেও। দলের চাপের মুখে ফের ত্রাতার ভূমিকা এই ফরাসি তারকার।
শনিবার দিবাগত রাতে (১১ নভেম্বর) স্তাদে অগুস্ত-দেলাউনে স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে রেইমসের বিপক্ষে মাঠে নামে ফরাসি জায়ান্টরা। ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়নসরা। সবকটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের মাত্র ৩ মিনিটে ওসমান দেম্বেলের পাস থেকে দলকে লিড এনে দেন এমবাপ্পে। চার মিনিট বাদেই ডারামির গোল থেকে এগিয়ে যেতে পারতো রেইমস। তবে অফসাইডে কাটা পরে গোলটি। প্রথমার্ধ্বে আর কোন গোলের দেখা না মিললে এক গোলে এগিয়ে থেকে বিরততে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলারের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ম্যাচে একের পর এক আক্রমণ করে যায় রেইমসের ফুটবলাররা। তবে সাফল্য খুঁজে পায়নি তারা।
ম্যাচের ৮২ মিনিটে বারকোলার পাস থেকে বল জালে জড়িয়ে দলের গোল ব্যবধান বাড়ানোর পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ফরাসি তারকা। এটি এমবাপ্পের ক্যারিয়ারের ১৬তম হ্যাটট্রিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ গোল করে চলতি লিগের সর্বোচ্চ গোল সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন তিনি।
১২ ম্যাচে ৮ জয়ে বর্তমানে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রেইমস। ২৬ পয়েন্ট নিয়ে পিএসজির পর দ্বিতীয় অবস্থানে নিসে।
আরও পড়ুন: ভারতের হাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এসএফ/এজে