Connect with us
ফুটবল

এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

Real Madrid win with Mbappe's hat-trick
এমবাপ্পের হ্যাটট্রিকে জিতল রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে প্রথম লেগের খেলায় পিছিয়ে থাকা ম্যাচে দারুণ কামব্যাক দিয়ে ৩-২ গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে তাই বড় চ্যালেঞ্জ ছিল সিটিজেনদের সামনে। তবে সেখানে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দারুন জয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।

এদিন একা হাতেই ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়বারের মতো রিয়ালের হয়ে নিজের হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই ফরাসি তারকা। তার দারুন পারফরমেন্সে ভর করে ৩-১ গোলের জয় পায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে পিছিয়ে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানসিটি।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। মাঝ মাঠ থেকে সতীর্থে লম্বা করে বানানো বল ডি বক্সের সামনে পেয়ে যান তিনি। এগিয়ে আসা প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো শটে বল জালে জড়ান এমবাপ্পে। এরপর ম্যাচের ৩৩তম মিনিটেই দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২০ ফেব্রুয়ারি ২৫)

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা নিউজিল্যান্ডের


এসময় ডি বক্সের মধ্যে পাওয়া বল রক্ষণভেদ করে দারুন ফিনিশিংয়ে গোল করেন এই ফরাসি ফুটবলার। এতেই উভয় লেগ মিলিয়ে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের পরাজয় অনেকটা নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। এরপর ৬১তম মিনিটে দারুন এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় হাতের মুঠোয় নিয়ে আসেন এমবাপ্পে।

এমন ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। অবশ্য ম্যাচের যোগ করার সময়ে একটি গোল সিটির হয়ে শোধ করেন নিকোলাস গোঞ্জালেস। তবে ম্যাচের ফলাফল নির্ধারণে রাখতে পারেনি তেমন কোন ভূমিকা।

উল্লেখ্য, শীর্ষ আট দলে না থাকতে পারায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নাম লেখাতে পারেনি রিয়াল ও ম্যানসিটি। প্লে অফে তাই উভয় দলকে হতে হয়েছে মুখোমুখি। যেখানে সিটিজেনদের হারিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল