সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এই ফরাসি তারকার। দল বদল বিষয়ক ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে নাটকীয়তা চলছিল। এর আগে অনেকবার গুঞ্জন উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। তবে সম্প্রতি এমবাপ্পে আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিলে তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন আরো জোরালো হয়। তবে এবার গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাব্রিজিও লেখেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাবটি এমবাপ্পেকে নিজেদের নতুন সাইনিং হিসেবে পরিচয় করিয়ে দেবে। চুক্তির প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন হয়েছে।’
এছাড়া জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানও এক প্রতিবেদনে বলছে, আগামী সপ্তাহেই এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে যোগ দিলে রিয়াল মাদ্রিদে রদ্রিগো, আর্দা গুলার ও এনড্রিকের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিবর্তন আসবে কিনা এ নিয়েও অনেক আলোচনা চলছে। তবে এ প্রসঙ্গে আরেকটি পোস্টে রোমানো বলেন, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও এখন ইউরোতে মনোনিবেশ করবেন। আগামী জুলাইয়ে তিনি রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু করবেন। এতে রিয়াল মাদ্রিদে রদ্রিগো, আর্দা গুলার, এন্ড্রিকদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপে পেসারদের কল্যাণে ভালো কিছুর আশায় অধিনায়ক শান্ত
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/বিটি