Connect with us
ফুটবল

বার্সেলোনাকে লণ্ডভণ্ড করে সেমিফাইনালে এমবাপ্পের পিএসজি

পিছিয়ে পড়েও বার্সেলোনাকে হারায় পিএসজি। ছবি- সংগৃহীত

দীর্ঘ ৫ বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়া হয় না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। এবার সেই স্বপ্নটা খুব ভালোভাবে দেখছিল দলটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে জাভির শিষ্যরা। প্রথম লেগে ৩-২ গোলে জিতে এগিয়ে থাকা বার্সা ঘরের মাঠে ৪-১ গোলে লণ্ডভণ্ড হয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-৬ গোলে হেরে বিদায় নিলো এবারের আসর থেকে।

২০১৯ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা কাল রাতে তিনটা লালকার্ড দেখেছে। তিনটা লালকার্ড ও নয়টা হলুদ কার্ড দেখিয়ে এই ম্যাচে সব নজর নিজের দিকে নিয়ে নেন রেফারি ইস্তভান কোভাকস। ২৯ মিনিটে রোনাল্ড আরাউহো লালকার্ড দেখার পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ এবং গোলরক্ষক কোচ রোমান দে লা ফুয়েন্তও লালকার্ড দেখেন।

গতকালও পূর্বের ম্যাচের সুত্র ধরে এস্তাদি ওলিম্পিক লুই কোম্পানিস-এ ১২ মিনিটেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা।লামিন ইয়ামালের বারিয়ে দেওয়া বলে দারুণ গোলে করে ১-০ গোলে এগিয়ে নেন রাফিনহা।

ম্যাচের বয়স যখন ২৯ মিনিট তখন থেকেই শুরু নানান নাটকীয়তা। রোনাল্ড আরাউহো বক্সের ভেতর ঢুকতে থাকা ব্র্যাডলি বারকোলাকে বাধা দেওয়ার চেষ্টা করলে রুমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস সরাসরি লালকার্ড দেখান উরুগুয়ান ডিফেন্ডারকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভিএআর রেফারি কাছে গেলেও লালকার্ডের সিদ্ধান্তই বহাল থাকে।

ইনিগো মার্তিনেজকে ইয়ামালের পরিবর্তে মাঠে নামান জাভি লালকার্ড খাওয়া আরাউহোর জায়গায় খেলানোর জন্য । আর জাভির এই সিদ্ধান্তটাই যেন কাল হয়ে দাড়ায় বার্সেলোনার জন্য ।খানিকটা সময়ের পরেই পরেই উসমান দেম্বেলে গোলে সমতা ফেরে পিএসজি।

বিরতির পর ৫৪ মিনিটের মাথায় বারকোলার দারুন অ্যাসিস্টে ভিতিনহোর গোলে এগিয়ে যায় পিএসজি।ম্যাচ থেকে পিছিয়ে যাওয়ার পর রেফারির এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অ্যাডভারটাইজিং বোর্ডে লাথি মারায় জাভিকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়। এর পর ছন্দ হারায় বার্সেলোনা। এদিকে ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় ৬১ মিনিটে পেনাল্টি হজম করে বার্সা। পেনাল্টিকে দারুন ভাবে কাজে লাগিয়ে গোল করেন এমবাপ্পে।

দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে বার্সার কফিনে শেষ পেরেক ঢুকে দেন ফরাসি তারকা এমবাপ্পে। ৮৯ মিনিটে সতীর্থের নেওয়া শট বার্সা গোলকিপার রুখে দিলে ফিরতি বল পেয়ে জালে জড়ান তিনি। এতে করে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বার্সেলোনা।

আরও পড়ুন: সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এফএএস  

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল