Connect with us
ক্রিকেট

তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ হলেন ম্যাককালাম

McCullum becomes England's head coach in all three formats
টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিরও প্রধান কোচ ম্যাককালাম। ছবি- সংগৃহীত

ব্রেন্ডন ম্যাককালামের অধীনে লাল বলের ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। তার ‘বাজবল’ টেস্ট ক্রিকেটের চিত্র পালটে দিয়েছে। টেস্টে ক্রিকেটেও যে টি-টোয়েন্টির মতো আক্রমণাত্মক মেজাজে খেলা যায় সেটি ‘বাজবল’ এর মাধ্যমে ক্রিকেট বিশ্বে তুলে ধরেছেন এই কিউই কোচ।

এবার ইংল্যান্ডের হয়ে নতুন ভূমিকায় দেখা যাবে ম্যাককালামকে। ইংলিশদের কোচ হিসেবে দায়িত্ব বাড়তে যাচ্ছে তার। লাল বলে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দারুণ সাফল্য পাওয়ার পর এবার দলটির সাদা বলের কোচ হিসেবেও দায়িত্ব পেলেন ম্যাককালাম।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ম্যাককালামকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অর্থাৎ এখন থেকে তিন ফরম্যান্টের বেন স্টোকসদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই ৪২ বছর বয়সী কোচ।

আরও পড়ুন:

» পাকিস্তানকে সিরিজ হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

» সিরিজসেরার অর্থ রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ 

গত জুলাইয়ে ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ম্যাথু মট। এরপর কোচ খোজাখুজির পর অবশেষে ম্যাককালামের কাঁধেই দায়িত্ব তুলে দিল ইসিবি। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই সাবেক কিউই অধিনায়ক।

লাল বলের পর এবার সাদা বলের দায়িত্ব পেয়ে ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলের সঙ্গে কাজ করাটা অনেক উপভোগ করেছি। নতুন দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি মুখিয়ে আছি।’

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট