মাউন্ট মঙ্গানুই হয়ে নেপিয়ারের ম্যাকলিন পার্ক৷ নিউজল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়ের চাক্ষুষ সাক্ষী থাকলো এ দুই ভেন্যু৷ অবশ্য শুরুটা হয়েছিল ২০২২ সালের ৫ জানুয়ারি। ওই দিন টাইগার পেসার এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে দুমড়ে-মুচড়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ৷ সেদিন কিউইদের মাটিতে বাংলাদেশ পায় প্রথম টেস্ট জয়ের স্বাদ।
এরপর দিন যায়—মাস যায়। নিউজিল্যান্ডের মাটিতে আরো একটি জয় পেতে বাংলাদেশকে ক্যালেন্ডারের পাতায় অপেক্ষা করতে হয় ৭১৭ দিন৷ গত ‘২৩ ডিসেম্বর ২০২৩’ নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা মেলে৷ এবার মঞ্চ এক দিনের ক্রিকেট। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
» আইপিএল-২০২৪ : সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটার
» যে ঘটনার কারণে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলের দরজা বন্ধ
ইতিহাস গড়া ম্যাচের চার দিনের মাথায় বাংলাদেশের অর্জনের মুকুটে যুক্ত হয় আরেকটি পালক। ২৩ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে শুরুতেই ইতিহাস হাতছানি দেয় টাইগারদের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেই ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে দাড়ান বাংলাদেশের বোলাররা। ১ রানের প্রথম উইকেট ওপেনার টিম সাইফার্ট; তার পথ ধরে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস প্যাভিলিয়নের পথ ধরেন। শেখ মাহেদীর ঘূর্ণি ও শরিফুল ইসলামের গতির ঝড়ে দলীয় ২০ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয় কিউই শিবির। এরপর যা হওয়ার তাই হয়েছে—১৩৪ রানে থামে ব্ল্যাক ক্যাপসদের রানের চাকা।
ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয় এটি। আর এতেই দীর্ঘ আক্ষেপ ঘুচে গেছে বাংলাদেশের। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ মিলল।
বাংলাদেশ- নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সমীকরণ
এ নিয়ে টি-টোয়েন্টিতে দুদলের সর্বশেষ পাঁচ দেখায় দুটিতে জয় পায় বাংলাদেশ। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে সর্বমোট ১৮ বারের দেখায় নিউজিল্যান্ড ১৪টি, বাংলাদেশ মোট ৪টিতে জয় পায়।
আরও পড়ুন : অ্যালিস্টার কুক : টেস্ট আভিজাত্যের একনিষ্ঠ পুরোহিত
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/টিএইচ/এসএ