Connect with us
অন্যান্য

মেদভেদেভর তিন হার, প্রথমবারই সিনারের শিরোপা জয়

Crifo Tennis Australian Open
অস্ট্রেলিয়ান ওপেন: মেদভেদেভর তিন হার, প্রথমবারই সিনারের শিরোপা জয়। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের কাঙ্ক্ষিত ফাইনালে আবারও নাম লিখিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন রুশ তারকা দানিল মেদভেদেভ। কারণ এর আগেও দুবার ফাইনাল খেলেছিলেন তিনি। এবার তার প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে ওঠা ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনার। কিন্তু হাইভোল্টেজ ফাইনাল শেষে আবারও শিরোপা বঞ্চিত মেদভেদেভ।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মেদভেদেভ যখন চোখের জল আড়াল করছেন, তখন প্রথম শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছেন সিনার। প্রায় চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ সেটে মেদভেদেভকে হারিয়ে দেন সিনার। কেউই যেন হারতে চাচ্ছিলেন না। তবে চার ঘণ্টার মাথায় এসে ঠিকই হারতে হয়েছে।

২২ বছর বয়সেই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পেলেন ইতালির তরুণ তারকা সিনার। মাত্র তৃতীয় ইতালিয়ান পুরুষ হিসেবে টেনিসের গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন তিনি। রাফায়েল নাদাল, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচের পর মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে ২৩ বছরের আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সিনার।

জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা সিনার শুরুর একঘণ্টা ছিলেন একেবারে অসহায়। প্রথম দুই সেটেই মেদভেদেভ জেতেন ৬-৩, ৬-৩ সেটে। এরপরই যেন রূদ্রমূর্তি ধারণ করলেন সিনার। একে একে জিতে নিলেন তিনটি সেট। যার ব্যবধান ছিল ৬-৪, ৬-৪, ৬-৩। ফলাফল- আবারও রানার্সআপে থামলো মেদভেদেভ এবং শিরোপা সিনারের হাতে।

আরও পড়ুন: এবার সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিসিবির তদন্ত কমিটি

ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য