নতুন বছরের শুরুতেই নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব ছাড়া বিষয়টি জানা যায়। এর আগে নভেম্বরের আফগান সিরিজে কুঁচকির ইনজুরিতে পড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ মিস করেন এই টাইগার ক্রিকেটার। তার অনুপস্থিতে ওয়ানডে এবং টেস্ট দলের দায়িত্ব সামলান মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে ফরমেটে ভালো খেলে ব্যর্থ হলেও ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচে পরাজিত করে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে সকল ফরমেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল শান্ত। তেমন কিছু হলে জাতীয় দলে নতুন অধিনায়কের প্রশ্নে চলে আসে মিরাজেরও নাম।
গতকাল ঢাকার বিপক্ষে ম্যাচ জয়ের পর জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, তাহলে হতে পারে। আবার দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। আর এখন যেহেতু বিপিএলে অধিনায়কত্ব করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।’
বিপিএলে বর্তমানে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে আরও ঝালিয়ে নিতে চান তিনি, ‘আপনি দেখেন যেকোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন, যা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। শান্ত অসুস্থ হওয়ায় হুট করে করেছি। এখন বিপিএলে ১২-১৪টা ম্যাচ করব। প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন।’
আরও পড়ুন:
» চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে কে জানাল বিসিবি
» অস্ট্রেলিয়া-ভারত সিডনি টেস্টসহ আজকের খেলা (৪ জানুয়ারি ২৫)
তিনি আরও বলেন, ‘দেখেন সুযোগ যখন আসে, তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি এখানেও করছি। হয়ত এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা ভাবা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি।
অধিনায়কত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে মিরাজ যোগ করেন, ‘আপনি যত ভালো ক্যাপ্টেন হন না কেন, প্লেয়ারদের সাপোর্ট না পেলে আপনি কখনোই ফল এনে দিতে পারবেন না। প্লেয়ারদের সাপোর্ট জরুরি, রান করা, ভালো বোলিং করা। কুইক সিদ্ধান্ত নিতে হয়। এখন আইসিসি যা করেছে। ১ মিনিটের মধ্যে ওভার চেইঞ্জ করা। এটাও কঠিন একটু। মাঝেমধ্যে ফিল্ড সেটাপ করতে হয়, এটা ১ মিনিটের মধ্যে নেওয়া কঠিন।’
এদিকে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকেই ওয়ানডে দলের নেতৃত্বে রাখার কথা ভাবছেন তারা। তিনি জানান ইনজুরির কারণে দলের বাইরে চলে গিয়েছিলেন শান্ত। তাই যখন দলে ফিরবেন, অধিনায়ক হিসেবেই ফিরবেন। তবে তার টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব ছাড়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এফএএস