Connect with us
ফুটবল

কাতার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আগেই জানতেন মেসি!

Lionel Messi 10
কাতার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আগেই জানতেন মেসি। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা ছিল খুবই হতাশাজনক। র‍্যাঙ্কিয়ে নিম্নে থাকা সৌদি আরবের সাথে হারের তিক্ত স্বাদ নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে মেসিরা। কিন্তু কে জানতো এই আর্জেন্টিনাই বিশ্বকাপ শেষ করবে শিরোপা ঘরে তুলে!

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে যে সবচেয়ে বেশি অবদান রেখেছিল তিনি আর কেউ নন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর মেসি আগেই জানতেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।

সম্প্রতি ২০২২ কাতার বিশ্বকাপ জয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানিয়েছে আর্জেন্টিনা। যার নাম দেওয়া হয়েছে ‘১৮-ডি, দ্য ইটারনাল ফাইনাল’। এই প্রামাণ্যচিত্রটিতে আর্জেন্টিনার বিশ্বজয়ের বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে। গতকাল একটি আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেলে এই প্রামাণ্যচিত্রটি প্রচার করা হয়।

প্রামান্যচিত্রে মেসি বিশ্বকাপ জয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ আমি জানতাম আমরাই চ্যাম্পিয়ন হবো। আমি এটা আগেই মনে মনে টের পেয়েছিলাম।’

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি আরো বলেন, ‘সবাই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। আর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতাটা খুবই সৌভাগ্যের ব্যাপার। এক্ষেত্রে আমি অনেক সৌভাগ্যবান যে ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে অনেক কিছুই জিতেছি। এমন খুব কম খেলোয়াড়ই রয়েছে যারা এতকিছু জিতেছে।’

বিশ্বকাপে জয়ে মেসি তার দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, ‘ খারাপ সময় সবারই আসে। আমিও অনেক বাজে সময়ের মধ্য দিয়ে গেছি। তবে কাজে আত্নত্যাগি ও বিনয়ি হয়ে চেষ্টা চালিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে। স্বপ্নপূরণে অনেক বাধা আসবে তবে তা পূরণের জন্য লড়াই করতে হবে।’

স্বপ্নপূরণের জন্য লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত নিজের লক্ষে পৌঁছান যায়। তার সবচেয়ে বড় উদাহরণ খুদ লিওনেল মেসিই। আজ মেসির নামের পাশের কতো কীর্তি! তবে এতসব কীর্তি অর্জনের পথটা মোটেও সহজ ছিলনা। পথে এসেছিল নানান বাধা। তবে লক্ষ্য স্থির রেখে সব বাধা পেরিয়ে এক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে নিয়ে গেছেন ফুটবলের এই মহাতারকা।

 

আরও পড়ুন: চূড়ান্ত হলো ফিফা বর্ষসেরা পুরস্কারের স্থান ও তারিখ

ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল