কোপা আমেরিকার সেমিফাইনালে আজ ভোরে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে সবার আগে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে আলবিসিলেস্তেরা। টানা দ্বিতীয় ও শেষ আট মৌসুমে ষষ্ঠ বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে নাম লেখালো আর্জেন্টিনা। এদিন দলের হয়ে গোল করে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন লিওনেল মেসি।
এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালায় কানাডা। শুরু থেকে বল দখলের পাশাপাশি ধারাবাহিক আক্রমণে চাপে রাখে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে গোছালো আক্রমণে শুরুর লিড পেয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মেসির গোলে ব্যবধান বাড়ায় আলবিসিলেস্তেরা।
কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ২০১৯ সালের আসর বাদ দিলে ২০১৫ সালের পর সবগুলো কোপার ফাইনালে নাম লিখিয়েছে আলবিসিলেস্তেরা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর এরপর লিওনেল মেসিদের সামনে সুযোগ রয়েছে টানা দ্বিতীয় শিরোপা জেতার। এর মাঝে তারা জিতে নিয়েছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ।
এদিকে ম্যাচের শুরু থেকে মুহুর্মুহু আক্রমণে আর্জেন্টিনা কিছুটা অস্বস্তিতে রেখেছিল কানাডার ফুটবলার। তবে মেসিরা খুব বেশি দেরি করেনি লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে। ম্যাচের ২১তম মিনিটে হুলিয়ান আলভারেজের কোলে এগিয়েছে আর্জেন্টিনা। মাঝ মাঠ পেরিয়ে রদ্রিগো ডি পলের বাড়ানো লম্বা পাস ডি বক্সের কাছে পেয়ে যান আলভারেজ। এরপর এক ডিফেন্ডারকে পরাস্ত করে দারুন ফিনিশিংয়ে জালে বল জড়ান তিনি।
প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও গোলের দেখা পায়নি কানাডা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে ফের আক্রমণে ওঠার চেষ্টায় থাকে কানাডিয়ানরা। তবে বিরতি থেকে ফিরেই দলের ব্যবধান বাড়ালেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। অবশ্য এই গোলে অবদান বেশি এনজো ফার্নান্দেজের। বক্সের মধ্যে জটলা তার নেয়া শটে হাল্কা পা লাগিয়ে দিক পরিবর্তন করে দেন মেসি।
এই গোলে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে ইরানের ফুটবলার আলী দাঈয়ের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ গোল করেন তিনি। যেখানে মেসির সামনে আছেন কেবল রোনালদো। এছাড়া ব্রাজিলের জিজিনিয়োর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬ ভিন্ন কোপার আসরে গোল পেয়েছেন এই আর্জেন্টাইন বরপুত্র। আগামী ১৫ জুলাই ভোরে কোপার শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে মেসির দল।
আরও পড়ুন: ইউরো ২০২৪ : এমবাপ্পেদের কাঁদিয়ে ফাইনালে স্পেন
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এফএএস