লিওনেল মেসির জাদুতে উড়তে থাকা ইন্টার মায়ামির সামনে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনাল খেলার সুযোগ।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় টুর্নামেন্টটির সেমিফাইনালে ফিলাডেলফিয়ার বিপক্ষে নামবে মেসির দল।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মায়ামি শিবিরে উড়ে এলো বড় দুঃসংবাদ। খবর- ইএসপিএনের।
এতে বলা হয়, দলে অনুশীলনের সময় পায়ের গোড়ালি মচকে গেছে মেসির। একটি পাসিং ড্রিলসে অংশ নেওয়ার সময় হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে আটকে পড়েন যান তিনি। তখন বেশ অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন বিশ্বকাপ জয়ী এ ফুটবলার। এরপর থেকেই শঙ্কার শুরু।
অপরদিকে মায়ামির কোচ টাটা মার্টিনো আশাবাদী, মেসি ম্যাচে ফিরবেন। তার ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই।
মার্টিনো বলেন, আমি একটি সেশনে ছিলাম। তাই তখন ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। যদি এটা বেশি গুরুতর হতো, তাহলে আমি নিশ্চিত সবাই চিন্তিত হতো। যেহেতু সবাইকে স্বাভাবিক দেখেছি, আমার ধারণা বিড় কিছু হয়নি
মায়ামির জার্সিতে মেসি এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচ মাঠে নেমেছেন। সবগুলো ম্যাচেই গোল করেছেন ফুটবল ছন্দের এ জাদুকর। ইতোমধ্যে ৮টি গোল করে ফেলেছেন। এসিস্ট করেছেন একটি গোলে।
আরও পড়ুন: মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলবেন জামাল ভূইয়া
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এসএ