মেসিকে সবশেষ ফুটবল মাঠে খেলতে দেখা গেছে সেটাও সপ্তাহ তিনেকের বেশিই হবে। এরপর থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠের বাইরে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সম্প্রতি অনুষ্ঠিত দুই প্রীতি ম্যাচে খেলা হয়নি ইন্টার মায়ামি অধিনায়কের। তবে আগামীকাল ভোরে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরতে পারেন বিশ্বকাপজয়ী তারকা।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে কলোরাডোর বিপক্ষে খেলতে নামবে ডেভিড বেকহামের মালিকানাধীন দল ইন্টার মায়ামি। এই ম্যাচের মধ্য দিয়েই হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পর আবারও মাঠে ফিরতে পারেন লিও। এর আগে মায়ামির হয়ে মেসিকে শেষ বার দেখা গিয়েছিল ১৩ মার্চ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে। সেদিন ৫০ মিনিট খেলে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে।
এর আগে সবশেষ বুধবারে চ্যাম্পিয়ন্স কাপে মেসিকে খেলাতে চেয়েছিল মায়ামি। কিন্তু মেক্সিকান ক্লাব পাওয়ার মন্টেরেরির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া সে ম্যাচে আর নামানো হয়নি তাকে। গতকাল (শুক্রবার) ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কলোরাডোর বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন মেসি। ম্যাচের স্কোয়াডেও মেসিকে রেখেছে ইন্টার মায়ামি। গতকাল দলের সঙ্গে অনুশীলনেও দেখা গেছে এই আর্জেন্টাইন তারকাকে।
মেসির খেলার সম্ভাবনা প্রসঙ্গে ক্লাবের সহকারী কোচ জাভি মোরালেস জানিয়েছিলেন, ‘মেসির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, সে সুস্থ হয়ে উঠছে। খেলার জন্য সে নিজেকে কতটুকু ফিট মনে করে তা বোঝার পর শনিবার আমরা এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবো।’ তবে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও আগামী বুধবারের ম্যাচটিকে তারা আরও বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও নিশ্চিত করেছেন তিনি। বুধবার চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরেরির বিপক্ষে মুখোমুখি হবে লিও মেসির মায়ামি।
মায়ামির এই সহকারী কোচ জানান, ‘আমরা আগে দেখবো অনুশীলনে সে কতটা স্বচ্ছন্দ্যে থাকে। সেখানে ভালো করতে পারলে শনিবারের ম্যাচে কিছু সময়ের জন্য হলেও আমরা তাকে ম্যাচে খেলাতে চাই।’
আরও পড়ুন: তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/এমএস/এফএএস