Connect with us
ফুটবল

‘স্বপ্নের রাতে’ শৈশবের ক্লাবকে হারাতে পারলেন না মেসি

criffo mayami messi
‘স্বপ্নের রাতে’ শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের মুখোমুখি মেসির মায়ামি

লিওনেল মেসি আজ বিশ্বখ্যাত এক নাম। কিন্তু যখন তিনি এই নাম, খ্যাত ও জশ পাননি তখন যেখানে ছিলেন, সেই দলের সঙ্গে আবারও মাঠে নেমেছিলেন। তবে এবার আর সেই দলের হয়ে না, সেই দলের বিপক্ষে থেকে। কিন্তু শৈশবের সেই দলকে হারাতে পারেননি মেসি, হারেননি নিজেও।

আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের এক্স হ্যান্ডেলে এই ম্যাচের রাতকে ‘স্বপ্নের রাত’ বলা হয়েছে। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির বিরুদ্ধে এই রাতে প্রীতি ম্যাচ খেলেছে নিওয়েলস ওল্ড বয়েজ। জমজমাট লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মেসি খেলেছেন ৬০ মিনিট।

শুধু মেসি নয়, মায়ামি কোচ জেরার্ডো মার্টিনোর জন্যও এই ম্যাচ ছিল পুনর্মিলনীর আবহ। মায়ামির বর্তমান কোচ নিওয়েলস ওল্ড বয়েজের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

নিওয়েলস ওল্ড বয়েজে খেলার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু মেসির। আর এখন তিনি ‘রাজা’। তাই মেসিকে স্বাগত জানাতে এক্স হ্যান্ডেলে ‘হাই কিং’—লিখে তাই পোস্ট করেছিল নিওয়েলস।

৬০ মিনিট পর্যন্ত মাঠে থাকা মেসি গোলের সুযোগও পেয়েছেন বেশ কিছু। নিয়েছেন নজরকাড়া ফ্রি কিকও। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাননি। চোটে ভোগার কারণে সম্পূর্ণ সময় মাঠে থাকেননি। মায়ামি গোল পেয়েছে মেসি উঠে যাওয়ার পর।

বদলী নামা স্নেইডার বোরগেলিন কর্নার থেকে দারুণ হেডে গোল করেন। তবে নিওয়েলস ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি। ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ। মায়ামির সান্ডারল্যান্ড ও সেইলর বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। এ সুযোগে ১২ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল হয়নি দিয়াজের।

প্রীতি ম্যাচটি শেষ হয়েছে প্রীতির মধ্যেই। নেই কোনো জয়-পরাজয়। ম্যাচজুড়ে ছিল দর্শনীয় ফুটবল। আর গ্যালারিজুড়ে আনন্দ আর হইহুল্লোড়। এভাবেই শেষ হয়েছে মেসির অতীত ও বর্তমান ক্লাবের খেলা।

আরও পড়ুন: ঢাকা-খুলনা, চট্টগ্রাম-রংপুরের ম্যাচসহ আজকের খেলা (১৬ ফেব্রুয়ারি ২৪)

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল