Connect with us
ফুটবল

মেসি হংকংয়ে না খেলায় টিকিটের অর্ধেক টাকা ফেরতের সিদ্ধান্ত

Messi and Suarez in Hong-Kong
হংকংয়ে লিওনেল মেসি এবং সুয়ারেজ। ছবি- সংগৃহীত

কিছুদিন আগে হংকংয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে হংকং একাদশকে হারিয়ে দীর্ঘ সময় পর জয়ের দেখা পেয়েছিল মেসির দল। তবে গোটা ম্যাচে মাঠে নামেননি দর্শকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এদিকে এর তিন দিন বাদেই জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলেছিল ইন্টার মায়ামি। তবে এই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যায় মেসিকে। আর এতেই বেধেছে বিপত্তি। ইন্টার মায়ামির এমন সিদ্ধান্তে চটেছে হংকংয়ের ভক্ত সমর্থকরা।

জাপানে প্রায় ৬৯ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে মেসির খেলা দেখতে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ২৮ হাজার ৬১৪টি। অপরদিকে হংকংয়ে ৪০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। তবে হংকং স্টেডিয়াম থেকে দর্শকদের বাড়ি ফিরতে হয়েছিল মেসির খেলা না দেখেই।

লিওনেল মেসিকে দেখতে ৫ হাজার হংকং ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকার ওপরে খরচ করে টিকিট কিনেছিলেন অনেকে। মেসি না খেলায় হতাশা প্রকাশ করেছিল হংকং সরকার। ইন্টার মায়ামিও দুঃখপ্রকাশ করেছিল ইনজুরির কারণে মেসি না খেলায়।

তবে এরপরই জাপানে মেসি খেলতে নামায় দর্শকদের ক্ষোভ আরও বাড়ে। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি হংকং সরকারও। এমন ঘটনায় কোনো পথ না পেয়ে এবার দর্শকদের টিকেটের অর্ধেক মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়েছে হংকংয়ের ম্যাচ আয়োজকরা।

আরও পড়ুন: নিজের প্রথম সেঞ্চুরি অসুস্থ মাকে উৎসর্গ করলেন হৃদয়

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল