মেজর লিগ সকার বা এমএলএস হল আমেরিকার পেশাদার ফুটবল লিগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে মেজর লিগ সকারের সেরা একাদশ। তবে এই একাদশে জায়গা হয়নি ইন্টার মায়ামির হয়ে খেলা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির।
গত জুনেই ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে পাড়ি জমান মেসি। ইন্টার মায়ামিতে যোগদানের পর সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ১১ টি গোল করেছেন তিনি। আর মেজর লিগ সকারে ৬ ম্যাচ খেলে ১ গোল ও ২ এসিস্টের দেখা পেয়েছেন তিনি।
মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত হয় মেজর লিগ সরকারের সেরা একাদশ। যেখানে জায়গা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির।
প্রকাশিত এই একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন লুইস সিটির রোমান বুরকি। এছাড়া ডিফেন্ডার হিসেবে রয়েছেন ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান।
মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন চারজন- লুসিয়ানো আকোস্তা, হ্যানি মুখতার, থিয়াগো আলমাডা ও হেক্টর হেরেরা। আর ফরোয়ার্ড হিসেবে রয়েছেন- ডেনিস বৌঙ্গা, কুচো হার্নান্দেজ ও জিওর্গস জিয়াকোমাকিস।
মেজর লিগ সকারের সেরা একাদশ: রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, ওয়াকার জিমারম্যান, টিম পারকার, লুসিয়ানো আকোস্তা, হেক্টর হেরেরা, থিয়াগো আলমাডা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, কুচো হার্নান্দেজ ও জিওর্গস জিয়াকোমাকিস।
আরও পড়ুন: টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এমটি