মেজর লিগ সকারের চলতি মৌসুম শুরু হওয়ার আগেই প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে টানা অনেকগুলো প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। এদিকে নতুন মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও মেসিকে পুরোপুরি জ্বলে উঠতে দেখা যায়নি। আর এতে সমর্থকদের একাংশ মনে করেন, টানা ম্যাচ খেলায় ক্লান্তি কাটিয়ে উঠতে পারেননি মেসি।
তবে সমর্থকদের এমন ধারণা মানতে নারাজ ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। তিনি ছিলেন বার্সেলোনার প্রাক্তন কোচ যার অধীনে আগেও খেলেছেন লিওনেল মেসি। মার্টিনো বলেন, ‘মেসির থেকে সমর্থকেরা আসলে কী চান, সেটা কিছু ক্ষেত্রে আমার পক্ষেও বোঝা অসম্ভব হয়ে পড়ে। মেজর লিগ সকারের দুটো ম্যাচে লিয়ো অসাধারণ ফুটবল খেলেছে।’
মেসিকে ক্লান্ত মনে করায় সমর্থকদের নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘একটা ম্যাচে সে গোল করে দলকে হারের মুখ থেকেও রক্ষা করেছে। এর পরও যদি তাকে দেখে কারও ক্লান্ত মনে হয়, তা হলে কিছু বলার নেই।’ আরও যোগ করেন, ‘মেসির মধ্যে অলৌকিক একটা শক্তি রয়েছে, যা তাকে বাকিদের মতো খুব তাড়াতাড়ি ক্লান্ত করতে পারে না।’
মেসি যে সহজে ক্লান্ত হন না সে কথা মনে করিয়ে দিলেন মার্টিনো। তাঁর বলেন, ‘আমি লিয়োকে বার্সেলোনায় খেলতে দেখেছি। কাতার বিশ্বকাপেও সে টানা ম্যাচ খেলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছে। কোনও সময় কি ও
তাকে দেখে খুব পরিশ্রান্ত বলে মনে হয়েছে?’
এছাড়াও ইন্টার মায়ামির মালিকানার অন্যতম অংশীদার ডেভিড বেকহ্যামও সমর্থকদের এমন চিন্তাভাবনার বিপক্ষে কথা বলেছেন। ক্লাবের ওয়েবসাইটে বেকহ্যাম বলেন, ‘মেসিকে নিয়ে যাঁরা সংশয় প্রকাশ করেন, তাঁরা হয়তো ফুটবল খেলাটাই বোঝেন না।’ এছাড়াও মেসিকে ফুটবলের সেরা দূত হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্ব ইনডোরের সেমিফাইনালে থেমেছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এফএএস