মেসি যুক্ত হবার পর থেকে আকাশে উড়ছিল যেন ইন্টারনেট মায়ামি। টানা জয় পেয়েছে, এমনকি লিগ কাপও জিতেছে এ সময়। তবে বেশিদিন স্থায়ী হল না তাদের এ সাফল্য ধারা। একের পর এক হার দেখছে মেসির দল।
টানা ম্যাচ খেলায় ভ্রমণক্লান্তি এবং ইনজুরি নিয়ে অস্বস্তি শুরু হলে কিছুদিন বিশ্রামে যান মেসি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ ৬ ম্যাচের ৫টিতেই দলের বাইরে ছিলেন মেসি। ১টি ম্যাচে মাঠে নামলেও খেলেছেন ৩৬ মিনিট। মেসিবিহীন মায়ামি সুবিধা করতে পারেনি তেমন। সবগুলি ম্যাচ হেরেছে দলটি। অবশেষে আজ মায়ামির হয়ে মাঠে নেমেছে মেসি। সিনসিনাটির বিপক্ষে ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হয়ে মাঠে নামেছিলেন তিনি।
তবে এবার আর মেসিও পারেননি দলকে টেনে তুলতে। সিনসিনাতির কাছে ১-০ গোলে হেরে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে মায়ামির। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও মেসির খেলায় জড়তা ছিল আজ। তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। দুটি ফ্রি কিক পেলেও ত থেকে গোল করতে পারেননি মেসি।
ম্যাচের ৭৮ মিনিটে সিনসিনাটির হয়ে ম্যাচ নির্ধারনী গোলটি করেন আলভারো বারেলের। এরপর আর কোনো দলই দেখা পায়নি গোলের।
আরও পড়ুন: টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, ভারতের একাদশে নেই শুভমান
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৩/এমকে/এজে