Connect with us
ফুটবল

পিছিয়ে থাকা মায়ামিকে সেমিতে তুলতে ব্যর্থ মেসি

মন্টেরির বিপক্ষে মেসির মায়ামি। ছবি- সংগৃহীত

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে মন্টেরির বিপক্ষে হেরেছিল মেসিবিহীন ইন্টার মায়ামি। মেসিকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমে আজ সকালে আরও বড় ব্যবধানে পরাজিত হয় মায়ামি। দুই লেগ মিলিয়ে মেসি বাহিনীকে ৫-২ গোলে হারিয়েছে মন্টেরি।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল ইন্টার মায়ামি। এদিন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মায়ামিকে ৩-১ গোলের ব্যবধানে হারায় মন্টেরি। পুরো সময় মাঠে থেকেও গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজ জুটি। এতে করে বড় হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হল মায়ামির।

এদিন প্রথম লেগে পিছিয়ে থাকা মায়ামির উপর চাপ তৈরি করে ম্যাচ শুরু করে মন্টেরি। মাঝ মাঠের দখল রেখে খেলতে থাকা মায়ামিকে বারবার পাল্টা আক্রমণে কাপিয়ে তুলছিল মন্টেরির ফুটবলাররা। চাপে থাকা মায়ামি ম্যাচে পিছিয়ে পড়ে ৩১ মিনিটে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের ভুল পাসের শিকার হয়ে।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মন্টেরি দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দেয় ইন্টার মায়ামির জালে। ম্যাচের ৫৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন গেরমান বেরটেরমে। ডি বক্সের বাইরে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ৬৪ মিনিটের সতীর্থের হেড থেকে গোল করে মায়ামির জালে শেষ পেরেক ঠোকেন দেন গালার্দো।

তবে শেষ দিকে মেসির নেওয়া ফ্রি কিকে গোল করে মায়ামিকে সান্তনা দিয়েছেন ডিয়াগো গোমেজ। তবে সেটি যথেষ্ট হয়নি মায়ামির সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে। এর আগে পিছিয়ে থাকা ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন জর্দি আলবার। এতে করে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ইন্টার মায়ামি।

আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপেও দেখা যাবে না এবাদতের স্যালুট

ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল