সব অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো ফিফা বেস্ট ২০২৩। ‘দ্য বেস্ট’ জেতার দৌড়ে এগিয়ে ছিলেন আর্লিং হালান্ড, কিন্তু ভোটাভুটিতে তাকে ও এমবাপ্পেকে হারিয়ে টানা দ্বিতীয়, সব মিলিয়ে তৃতীয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ফিফা ‘দ্য বেস্ট’ এর জমকালো আয়োজনে ছিলেন না মেসি। সঞ্চালক হিসেবে থাকা ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি মেসির পুরস্কারটি নেন। নেয়ার সময় একটু হাস্যরস মিশিয়ে বলেন, পুরস্কারটা আমি নিচ্ছি। কারণ এটা আমি কখনো জিতিনি।
ফিফা ওয়েবসাইটে লাইভ দেখানো হয় ‘দ্য বেস্ট’ অনুষ্ঠান। সেখান থেকে জান যায়, মেসি ও হালান্ডের মধ্যে ভোটের তুমুল লড়াই হয়েছে। দুজনেরই পয়েন্ট ৪৮। কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী টানা দ্বিতীয় ফিফা বেস্ট উঠলো মেসির হাতে। মেসির পরে হালান্ড এবং এমবাপ্পে ৩৮ পয়েন্ট নিয়ে ছিলেন তিন নম্বরে।
শুধু অধিনায়কই নন, জাতীয় দলগুলোর কোচ, বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ ফুটবলভক্তরাও ভোট দিয়েছেন সেরা ফুটবলার নির্বাচনে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকে। দুইয়ে হালান্ডকে ভোট দেয়া জামালের তৃতীয় সেরা খেলোয়াড় ছিলেন কেভিন ডি ব্রুইনা।
অপরদিকে বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা সেরার ভোট দিয়েছেন হালান্ডকে। কাবরেরার পরের দুটি ভোটের একটি পেয়েছেন রদ্রি, তৃতীয় সেরা ইলকায় গুনদোয়ান।
বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হালান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। সেরা পুরুষ কোচের নির্বাচনে বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।
ওদিকে মেসির নাম ঘোষণা সময় সামনের সারিতে বসেছিলেন হালান্ডের বাবা সাবেক ফুটবলার আলফি হালান্ড। ম্যানসিটির হয়ে ট্রেবল জিতেও তার ছেলে ‘বেস্ট’ না হওয়ায় চেহারাটা মলিন হয়ে যায়।
আরও পড়ুন: বিপিএলের টিকিটের দাম ও ছাড়ার তারিখ প্রকাশ, পাওয়া যাবে যেখানে
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এজে