Connect with us
ফুটবল

আবারো মেসির হাতেই উঠল ব্যালন ডি অর

messi belon dr

সব কল্পনার অবসান ঘটিয়ে অষ্টম বারের মতো ব্যালন ডি অরকে নিজের করে নিলের আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

এবারের ব্যালন ডি অরে বছর নয় মৌসুমকে আমলে নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বিষয়টি আগেই জানিয়েছিল। ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে বিজয়ীকে।

উল্লেখিত সময়ের মধ্যে আর্জেন্টিনার হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছেন মেসি।আসরে মেসির ছিলেন দুর্দান্ত ফর্মে, বিশ্বকাপে ছিল ৭ গোল। পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। একই সাথে পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ। পাশাপাশি নতুন ক্লাব মায়ামির হয়েও দারুণ শুরু করেছিলেন এই ফুটবল জাদুকর।

বিশ্ব ফুটবলে মেসির আবির্ভাবের পূর্বে সবচেয়ে বেশি ব্যালন জয়ের রেকর্ড ছিল ৩ জনের। ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং মার্কো ভ্যান বাস্তেন। যারা সকলে সমান তিনবার করে এই খেতাব জেতেন।
এরপর ২০১২ সালে তাদের ছাপিয়ে চতুর্থ ব্যালন ডি অর জেতেন মেসি।

মেসির ব্যালন ডি অর জয়ের সাল:

২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চার ব্যালন ডি অর ওঠে মেসির হাতে। এরপর ২০১৫ সালে পঞ্চম, ২০১৯ এ ষষ্ঠ, ২০২১ সালে জেতেন সপ্তম পুরষ্কার। আর ২০২৩ সালে জিতলেন নিজের অষ্টম ব্যালন।

আরও পড়ুন: ব্যালন ডি অরেও সেরা এমি

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল